পরাজিত আপ। জিতে গেল বিজেপি। গেরুয়া রঙে ধুয়ে যাচ্ছে দিল্লির রাজপথ। আপের একের পর এক হেভিওয়েট প্রার্থী কুপোকাত হয়েছে। আর এসবের মধ্য়েই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন স্বাতী মালিওয়াল। কোথাও কোনও ক্যাপশন লেখেননি তিনি। কিন্তু কিছু না লিখেও একটি ছবির মাধ্য়মে তিনি অনেক অনেক কথা বুঝিয়ে দিয়েছেন। তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের পর্ব। আর আর সেই দ্রৌপদীকে বস্ত্র দিয়ে সহায়তা করছেন স্ময়ং শ্রীকৃষ্ণ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট।
রাজ্যসভার এমপি স্বাতী মালিওয়ালের এই দ্রৌপদী পোস্ট নজর কেড়েছে সোশ্য়াল মিডিয়ার। মহাভারতের অন্য়তম অধ্য়ায় এই বস্ত্রহরণ। সেই বস্ত্র হরণের একটি ছবি পোস্ট করেছেন স্বাতী মালিওয়াল।
একসময়ে কেজরিওয়ালের অত্যন্ত কাছের সহযোদ্ধা ছিলেন স্বাতী মালিওয়াল। পরবর্তীতে সেই স্বাতী মালিওয়াল কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন। তিনি দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন। তিনি প্রকাশ্য়েই কেজরির বিরুদ্ধে একটা সময়ে মুখ খুলেছিলেন।
২০২৪ সালে এই স্বাতী মালিওয়াল কেজরিওয়ালের ঘনিষ্ঠ বিভব কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে হেনস্থা করা হয়েছিল। তাঁকে ড্রইং রুমে মারধর করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন স্বাতী। সেই সময় কেজরিওয়াল উপস্থিত ছিলেন বলে দাবি করেছিলেন স্বাতী। তবে আপ নেতৃত্ব অবশ্য় মারধরের অভিযোগ মানতে চাননি সেই সময়।
তবে সেখানেই দ্বন্দ্বের সমাপ্তি হয়েছিল তেমনটা নয়। এরপর একাধিক ক্ষেত্রে স্বাতী সুর চড়াচ্ছিলেন কেজরির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন হরিয়ানা বিধানসভা ভোটে আপকে ভাঙাতে চেষ্টা চালাচ্ছেন কেজরিওয়াল।
এদিকে কেজরির বাড়ির সামনেও সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন মালিওয়াল। এরপর তাঁকে দিল্লি পুলিশ আটক করেছিল। তাঁর দাবি ছিল যমুনা নদী পরিষ্কার করেনি আপ সরকার। দিল্লির জঞ্জাল সমস্যা পরিকাঠামো ভেঙে পড়া সহ নানা সমস্যার কথা তুলেছিলেন তিনি।
সেই সময় স্বাতী বলেছিলেন, দিল্লিতে স্বাস্থ্যবিধি এবং পরিকাঠামো সংক্রান্ত পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বিকাশপুরীর মহিলাদের অভিযোগ উদ্ধৃত করে জানিয়েছিলেন, যাঁরা স্থানীয় বিধায়কের কাছে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও তাঁদের রাস্তায় আবর্জনা ফেলা হচ্ছে। মালিওয়াল বলেন,'দিল্লির প্রতিটি কোণ নোংরা, রাস্তা ভাঙা, ড্রেন উপচে পড়ছে।' আপের সাংসদ, আপের সুপ্রিমোর বাড়ির সামনে আবর্জনা ফেলে বলেন,এই প্রতিবাদ কোনো দলের বিরুদ্ধে নয়। আজ দিল্লির অবস্থা খারাপ।'
তবে এবার বাস্তবিকই সেই দিল্লিই জবাব দিল আপকে।