বাংলা নিউজ > ঘরে বাইরে > Sweet friend: এই যে ন্যাপকিন, আইসক্রিমটাও তোমার…অচেনা শহরে পিরিয়ড, পাশে দাঁড়ালেন মিষ্টি ছেলে

Sweet friend: এই যে ন্যাপকিন, আইসক্রিমটাও তোমার…অচেনা শহরে পিরিয়ড, পাশে দাঁড়ালেন মিষ্টি ছেলে

স্যানিটারি ন্যাপকিন প্রতীকী ছবি (Photo by Lou BENOIST / AFP) (AFP)

আয়ুষ্কা লিখেছেন, আমি বলেছিলাম কোনও মেডিক্য়াল স্টোর চেন? এরপর সে গুগল করে জেনে নেয় মেডিক্য়াল স্টোর কোথায় আছে। এরপর ব্রেক টাইমে সঙ্গে যায়। এরপর ওই তরুণই একটি স্যানিটারি ন্য়াপকিন কেনেন। সঙ্গে একটি আইসক্রিম।

একেই বলে বন্ধুর হাত বন্ধুর পাশে। আয়ুষ্কা নামে এক টুইটার ব্যবহারকারী তেমনই এক বন্ধুত্বের কথা তুলে ধরেছেন তাঁর টুইটার হ্য়ান্ডেলে। তিনি জানিয়েছেন, তিনি একটি ট্রেনিং ইনস্টিটিউটে ছিলেন। তখন আচমকাই তাঁর পিরিয়ড হয়ে যায়। আর তখনই তার পাশে এসে দাঁড়ায় এক বন্ধু। হয়তো বিষয়টি মনে হতে পারেই তুচ্ছ। কিন্তু ওই সব দিনগুলোতে সেই বন্ধুর পাশে থাকাটাই একটা অন্যরকম বার্তা দেয়।

তিনি লিখেছেন, ট্রেনিং ইনস্টিটিউটে ছিলাম। এমন সময় পিরিয়ড শুরু হয়ে য়ায়। কিন্তু যে বান্ধবী সঙ্গে ছিল তার কাছে ন্যাপকিন ছিল না। খুব যন্ত্রণা হচ্ছিল। পাশে একটি ছেলে ছিল। সে জিজ্ঞাসা করে, কিছু প্রয়োজন আছে?

 

এরপর আয়ুষ্কা লিখেছেন, আমি বলেছিলাম কোনও মেডিক্য়াল স্টোর চেন? এরপর সে গুগল করে জেনে নেয় মেডিক্য়াল স্টোর কোথায় আছে। এরপর ব্রেক টাইমে সঙ্গে যায়। এরপর ওই তরুণই একটি স্যানিটারি ন্য়াপকিন কেনেন। সঙ্গে একটি আইসক্রিম। আয়ুষ্কা লিখেছেন, আসলে কি জানেন আমি এই শহরের ভালোবাসায় পড়ে গিয়েছি। এখানকার মানুষ এত ভালো। বলুন আমি কি ভুল বলছি।

নেটিজেনরাও ছেলেটির এই মনোভাবকে স্বাগত জানিয়েছেন। একজন লিখেছেন, এটা পড়ে খুব ভালো লাগছে। কীভাবে পৃথিবীটা বদলে যাচ্ছে ভালোর দিকে।

অপর একজন লিখেছেন, বেশিরভাগ পুরুষই কেয়ারিং। আমি পুরুষদের ভালোবাসি।

অপর একজন লিখেছেন, দয়াশীল মানুষ আজও আছেন।

এক নেটিজেন লিখেছেন পরের বার ওই তরুণকে একটা আইসক্রিম কিনে দেবেন।

অপর এক নেটিজেন লিখেছেন কী মিষ্টি ব্যাপারটা।

আসলে অনেকের মতে ওই সময়টা স্য়ানিটারি ন্যাপকিনটা হাতের কাছে না থাকলে সমস্য়া হত। অচেনা শহরে মেয়েটির পাশে থাকলেন তরুণ। এটা ভালো দিক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

বন্ধ করুন