বাংলা নিউজ > ঘরে বাইরে > Viral Video: জ্যাম নিয়ন্ত্রণে ‘ট্রাফিক পুলিশ’ হয়ে গেলেন Swiggy ডেলিভারি ম্যান

Viral Video: জ্যাম নিয়ন্ত্রণে ‘ট্রাফিক পুলিশ’ হয়ে গেলেন Swiggy ডেলিভারি ম্যান

ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)

সৃজিত নায়ার নামের এক লিঙ্কডইন ব্যবহারকারী পুরো বিষয়টির ভিডিয়ো শেয়ার করেছেন। সুইগি এক্সিকিউটিভ-সহ গাড়ি চালকদের ট্র্যাফিক মোকাবিলায় সহায়তা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। নায়ারের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুইগি ডেলিভারি এক্সিকিউটিভ ট্রাফিক ফাঁকা করতে সাহায্য করছেন।

উত্সবের মরসুম। উদযাপনের উদ্দেশ্যে সমস্ত সকলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছেন। বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসবেন সকলে। আর তার অনেক স্থানেই ফলে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হচ্ছে।

এমনিতে আমরা রাস্তায় যানজট হলে চুপচাপ গাড়িতেই বসে থাকি। কেউ-ই গাড়ি থেকে নেমে যানজট মোকাবিলার কোনও চেষ্টা করেন না। ট্রাফিক নিয়ন্ত্রণের উপর নির্ভর করেই বসে থাকেন। কিন্তু সেখানেই দৃষ্টান্ত সৃষ্টি করলেন একজন সুইগি ডেলিভারি এজেন্ট। এগিয়ে এলেন তিনি। নিজেই কার্যত ট্রাফিক পুলিশের মতো কাজ করতে শুরু করলেন। নিজেই ট্রাফিক জ্যাম সাফ করার চেষ্টা শুরু করলেন তিনি।

সৃজিত নায়ার নামের এক লিঙ্কডইন ব্যবহারকারী পুরো বিষয়টির ভিডিয়ো শেয়ার করেছেন। সুইগি এক্সিকিউটিভ-সহ গাড়ি চালকদের ট্র্যাফিক মোকাবিলায় সহায়তা করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। নায়ারের শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুইগি ডেলিভারি এক্সিকিউটিভ ট্রাফিক ফাঁকা করতে সাহায্য করছেন।

নায়ার একটি পোস্টে আরও লিখেছেন যে, তিনি ৩০ মিনিট ধরে যানজটে আটকে ছিলেন। হঠাতই দেখি গাড়িগুলি সরে যাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকে এখনও পর্যন্ত ২ হাজারেরও বেশি লাইক পেয়েছে। শ'য়ে শ'য়ে কমেন্টও পড়েছে।। ভিডিয়োটিতে সুইগিও তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানিয়েছে। 'সব হিরোরা কেপ পরেন না, কেউ কেউ সুইগির জ্যাকেট পরেন!' কমেন্ট করা হয়েছে সেই অ্যাকাউন্ট থেকে।

 

বন্ধ করুন