ভারতের থেকে 'মোস্ট ফেভারড নেশন'-এর তকমা ছিনিয়ে নিল সুইৎজারল্যান্ড। এই আবহে ১ জানুয়ারি থেকে সুইৎজারল্যান্ডে ভারতীয় সংস্থাগুলির লভ্যাংশের উপর ১০ শতাংশ কর ধার্য করা হবে। এর আগে 'ডবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স' চুক্তির অধীনে ভারতকে 'মোস্ট ফেভারড নেশন' হিসেবে গণ্য করত সুইৎজারল্যান্ড। তবে এবার তাতে বদল এল। সেই কারণেই এবার ভারতের সংস্থার ডিভিডেন্ডের উপর এই ১০ শতাংশ কর বসবে সুইৎজারল্যান্ডে। (আরও পড়ুন: 'ফার্স্ট কাম,ফার্স্ট সার্ভ' ভিত্তিতে বণ্টন হবে স্যাটেলাইট স্পেকট্রাম? জবাব দিলেন সিন্ধিয়া)
আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?
গত ১১ ডিসেম্বর সুইৎজারল্যান্ডের অর্থ মন্ত্রক এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে। তাতে বলা হয়েছে, গতবছর ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে জানায়, যদি কোনও দেশ ওইসিডি-তে (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) যোগ দেয় এবং ভারত ওইসিডি-র সদস্য হওয়ার আগে ওই দেশের সঙ্গে চুক্তি করে, তাহলে 'মোস্ট ফেভারড নেশন' ধারা কার্যকর হবে না। এদিকে ভারত কলম্বিয়া এবং লিথুয়ানিয়ার সাথে নির্দিষ্ট ধরনের আয়ের উপর করের হারের জন্য কর চুক্তি স্বাক্ষর করেছে যা ওইসিডি দেশগুলির হারের চেয়ে কম ছিল। পরে কলম্বিয়া ও লিথুয়ানিয়া 'অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' গোষ্ঠীতে যোগ দেয়।
২০২১ সালে, সুইজারল্যান্ড ব্যাখ্যা করেছিল যে কলম্বিয়া এবং লিথুয়ানিয়ার ওইসিডি সদস্যপদের অর্থ, ভারতের সাথে চুক্তিতে থাকা ১০ শতাংশের পরিবর্তে 'মোস্ট ফেভারড নেশন' ধারা অনুসারে ডিভিডেন্ডের উপর ৫ শতাংশ কর প্রযোজ্য হবে। তবে ২০২৩ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্ট একটি নিম্ন আদালতের রায়কে খারিজ করে জানায়, আয়কর আইনের ধারা ৯০ অনুসারে, বিজ্ঞপ্তি জারি না থাকায় সরাসরি প্রযোজ্য নয় 'মোস্ট ফেভারড নেশন' ধারাটি। নেসলে সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিকে, বিদেশ মন্ত্রক বলেছে যে ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সদস্য দেশগুলির সাথে ভারতের বাণিজ্য চুক্তির পরিপ্রেক্ষিতে সুইৎজারল্যান্ডের সাথে দ্বৈত কর চুক্তি নিয়ে পুনরায় আলোচনার প্রয়োজন হতে পারে। উল্লেখ্য, ভারত এবং ইএফটিএ সদস্য দেশ নরওয়ে, সুইৎজারল্যান্ড, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন মার্চ মাসে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ইউরোপের চারটি দেশ আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাইছে।