বাংলা নিউজ > ঘরে বাইরে > শ্যামাপ্রসাদের জন্য ভারতে আছে বাংলা, নাহলে পাকিস্তানে চলে যেত : নাড্ডা

শ্যামাপ্রসাদের জন্য ভারতে আছে বাংলা, নাহলে পাকিস্তানে চলে যেত : নাড্ডা

দিল্লিতে জে পি নাড্ডা (ছবি সৌজন্য পিটিআই)

নাড্ডা বলেন, ‘আগে কোনওদিন শুনিনি, এখন শুনি, কাটমানি, কাটমানি, কাটমানি..।’

'কাটমানি' বিতর্কের জেরে গত বছরের লোকসভা নির্বাচনে ব্য়াপক ফায়দা পেয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটের আগে আমফান ত্রাণ বিলিতে স্বজনপোষণের অভিযোগ গেরুয়া শিবিরের হাতিয়ার হয়ে উঠেছে। তবে কাটমানি অস্ত্রও যে হাতছাড়া করা হবে না, তা স্পষ্ট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার ‘ভার্চুয়াল সভা’-র আয়োজন করেছিল বিজেপি। সেখানে নাড্ডা জানান, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ফলে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হয়েছে। বিভক্ত দেশের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ কীভাবে লড়াই করেছেন, তাও জানান নাড্ডা। দাবি করেন, বাংলা যে পাকিস্তানে চলে যায়নি, তার অন্যতম কারণ শ্যামাপ্রসাদ। মুসলিম লিগের সেই উদ্দেশ্য বুঝতে পেরে তিনি পদত্যাগও করেছিলেন বলে দাবি করেন নাড্ডা। 

শ্যামাপ্রসাদ স্তুতি, কীভাবে কাশ্মীরে পৌঁছালেন তিনি, সেই ইতিহাস তুলে ধরার সময় একাধিকবার প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং কংগ্রেসকে আক্রমণ করেন নাড্ডা। ভাষণের অন্তিম পর্যায়ে অবশ্যপ শ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ান তিনি। শ্যামাপ্রসাদের ‘অবদান’-র ব্যাখ্যার সময়ে যে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দাগা হবে, তা প্রত্যাশিতই ছিল। বরং প্রত্যাশার তুলনায় কম সময় ব্যয় করেছেন নাড্ডা। তবে আগামী বছর বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছেন তিনি।

নাড্ডা দাবি করেন, শ্যামাপ্রসাদের আমলে বাংলার শিক্ষাব্যবস্থা এক নয়া উচ্চতায় পৌঁছেছিল। পাশাপাশি স্বামী বিবেকানন্দ-সহ অন্যান্য মনীষীদের ফলে বাংলা দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমানে সেই ছবিটা পালটে গিয়েছে। নাড্ডা বলেন, ‘আজ যখন শিক্ষার বিষয়ে কথা বলি, বাংলার অবস্থা দেখি, তখন বিবেক দংশন হয়, দুঃখিতও হই। শিক্ষা একেবারে মুখ থুবড়ে পড়েছে। নীচে পৌঁছে গিয়েছে। রাজনীতিকরণ হয়ে গিয়েছে। আজ বাংলার কী অবস্থা হয়ে গিয়েছে, আপনি কোন দলকে ভোট দিচ্ছেন, তার উপর পড়াশোনার ক্ষেত্রে অবস্থান নির্ভর করবে। রাজনীতি এত তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে যে সবকিছুতে রাজনীতির রং লেগে গিয়েছে। এটা বাংলার জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আর আমাদের জন্য সংকল্পের বিষয়, যে বাংলাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষায় উঁচুতে নিয়ে গিয়েছিলেন, যিনি ৩৩ বছরে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন, সেই বাংলার শিক্ষাকে ওরকম জায়গায় নিতে যেতে হবে।’

পাশাপাশি তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাভাইরাস সংক্রান্ত সংখ্যাও প্রকাশ করেননি। নাড্ডা বলেন, ‘আগে কোনওদিন শুনিনি, এখন শুনি, কাটমানি, কাটমানি, কাটমানি..।’ তারপর কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘আগামিদিনে এরকম নেতাদের সাইজ ছোটো করে দিন।’

ঘরে বাইরে খবর

Latest News

পিসিওএসে ভুগছেন? কোন কোন বিষয়ে এখন থেকেই সাবধান হবেন প্রিয়রঞ্জনের স্মৃতিবিজড়িত রায়গঞ্জে কড়া লড়াই কৃষ্ণ-কার্তিকের রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? পিওপিএসকে-তে ২০ হাজারের বেশি আবেদন পড়ে, নিষ্পত্তিতে ১ মে পাসপোর্ট আদালত মতুয়াবাড়ি মামলায় শান্তনুকে স্বস্তি, পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হাইকোর্টের মুম্বইয়ে ৪ টি ফ্ল্যাট, ৩টে দামি গাড়ি, কত কোটির মালিক ‘বার্থ ডে বয়’ অরিজিৎ সিং? ‘ও আমার থেকে অটোগ্রাফ নিয়েছিল, সেই সই-এর সাহায্যেই ২৬ লক্ষ টাকা প্রতারণা…’ বালুরঘাট লোকসভা কেন্দ্র ২০২৪: গড়রক্ষার লড়াই সুকান্তের, জানুন অতীতের ফলাফল জটিল পারিবারিক সম্পর্কের মোকাবিলা করুন এইভাবে, থেরাপিস্ট শেয়ার করলেন টিপস

Latest IPL News

রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে? সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.