বাংলা নিউজ > ঘরে বাইরে > Syria Earthquake: ধ্বংসস্তূপের নীচে ৯৪ ঘণ্টা, নিজের প্রস্রাবও…বেঁচে ফিরল কিশোর

Syria Earthquake: ধ্বংসস্তূপের নীচে ৯৪ ঘণ্টা, নিজের প্রস্রাবও…বেঁচে ফিরল কিশোর

অবশেষে বেঁচে ফিরল কিশোর। সংগৃহীত ছবি

ওই দুর্গতর দাবি, বুঝতে পারছিলাম উদ্ধারকাজ চলছে। কিন্তু তারা যদি আমার কথা শুনতে না পান সেজন্য খুব ভয় লাগত। সবমসয় মনে হয় আমাকে হয়তো কেউ উদ্ধার করবে না। এভাবেই একদিন শেষ হয়ে যাব।

ভয়াবহ ভূমিকম্প তুর্কি ও সিরিয়ায়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। অন্তত ২১,০০০ মানুষের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। হাজার খানেক বাসিন্দা জখম হয়েছেন। একের পর এক দুর্গতদের উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। কীভাবে তাঁরা বেঁচে থাকার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য প্রহর গুনেছেন সেকথাই ফিরছে লোকের মুখে মুখে। আর তাঁদের বেঁচে ফেরার সেই কাহিনি যেন নতুন করে প্রাণশক্তি জোগাচ্ছে ধ্বংসস্তূপের মাঝে। এবার রইল তেমন এক কিশোরের কথা যে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। এবিসি নিউজে সেই রিপোর্টকে তুলে ধরা হয়েছে।

প্রায় ৯৪ ঘণ্টা ধরে ১৭ বছর বয়সী এক কিশোর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছিল। আদনান মুহম্মেত করকুট নামে ওই কিশোর সংবাদমাধ্যমকে জানিয়েছে, পরিবারের সঙ্গেই বাড়িতে ঘুমিয়েছিলাম। এমন সময় গোটা বাড়ি যেন কেঁপে উঠল।এরপর কার্যত মৃত্যুগহ্বরে তলিয়ে যায় সে।

তিনি জানিয়েছেন একেবারে আটকে পড়েছিলাম ধ্বংস্তুপের মধ্যে। একফোঁটা জল নেই। বাধ্য হয়েই নিজের প্রস্রাব দিয়ে তেষ্টা মিটিয়েছি। ফোনটাকে প্রতি ২৫ মিনিট অন্তত অ্যালার্ম দিয়ে রাখতাম যাতে ঘুমিয়ে না পড়ি। কিন্তু দুদিন পরে ফোনের ব্যাটারিও ফুরিয়ে গেল।

এদিকে ওই দুর্গতর দাবি, বুঝতে পারছিলাম উদ্ধারকাজ চলছে। কিন্তু তারা যদি আমার কথা শুনতে না পান সেজন্য খুব ভয় লাগত। সবমসয় মনে হয় আমাকে হয়তো কেউ উদ্ধার করবে না। এভাবেই একদিন শেষ হয়ে যাব। কিন্তু চারদিন পরে উদ্ধারকারীরা তার সন্ধান পান। তাদের প্রতি কৃতজ্ঞ করকুট।

বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে কিশোরকে। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। ভগবানকে ধন্যবাদ। আমি প্রাণ ফিরে পেয়েছি। এটা আমার নতুন জীবন। আপনারা কবে আসবেন সেজন্যই অপেক্ষা করছিলাম।

তাকে প্রশ্ন করা হয়েছিল অন্য কোনও শব্দ তিনি কি শুনতে পেয়েছেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, একটি কুকুর ছিল। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন কুকুরটি কোথায় চাপা পড়ে রয়েছে সেটা দেখা হচ্ছে।

এদিকে দীর্ঘ ৭৯ ঘণ্টা ধরে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছিল ২ বছর বয়সী এক কিশোর। একটি বিল্ডিং ভেঙে পড়ার জেরে আটকে পড়েছিল সে। কিন্তু অবিশ্বাস্যভাবে বেঁচে ছিল সে। তার সন্ধান পান উদ্ধারকারীরা। এরপর একটি ছোট্ট সুরঙ্গের মাধ্যমে ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

পরবর্তী খবর

Latest News

পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির ডাক্তারদের জন্য ধর্মতলায় সমস্যা হচ্ছে, সরানো হোক! আর্জি শুনে হাইকোর্ট সোজা বলল…. IND vs PAK ম্যাচে দর্শক আসনে বুমরাহ! মাঠে কার জন্য গলা ফাটাতে গিয়েছিলেন জসপ্রীত? পদাতিক দেখে 'পাল্টে গেছেন' কবীর সুমন, প্রশংসা পেতেই সৃজিত লিখলেন, ‘একটা বৃত্ত…’ স্বস্তিকার খোঁপার গাঁদা ফুলের প্রেমে পড়ল কুণাল? নায়িকার ছবি দিয়ে গদগদ ক্যাপশন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.