সিরিয়ায় হোমস দখলের পরে দামাস্কাসের পথে এগিয়েছিল বিদ্রোহীরা। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই বিদ্রোহী সেনারা ঘিরে ফেলেছে দামাস্কাস। আর এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হল, দামাস্কাস ছেড়ে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন বাশার আল আসাদ। গত কয়েক দিনে সিরিয়ার একের পর এক শহর দখল করছেন বিদ্রোহীরা। এই আবহে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ইতিমধ্যেই বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ বছর ধরে সিরিয়ায় চলছে গৃহযুদ্ধ। এর আগে ২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলিকে সাহায্য করেছিল আমেরিকা। পরবর্তী সময়ে আইএস জঙ্গিদের বাড়বাড়ন্ত ঠেকাতে ন্যাটো সেখানে অভিযান চালিয়েছিল। এরই মাঝে বিগত কয়েক মাস ধরে ইজরায়েলি বিমানহামলা চলেছে সেখানে। এরক জেরে আসাদের বাহিনী আরও দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করা হয়। (আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...)
আরও পড়ুন: মমতা কি INDIA ব্লককে নেতৃত্ব দেওয়ার যোগ্য? 'অধিকার' নিয় বড় কথা বললেন শরদ পাওয়ার
এদিকে বর্তমানে যে দুই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আসাদের সরকারের বিরুদ্ধে লড়াই করছে, সেগুলি হল - হায়াত তাহরির আল-শাম এবং জইশ আল-ইজ্জা। এর মধ্যে হায়াত তাহরির আল-শাম রাষ্ট্রসংঘ এবং আমেরিকার তালিকায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন। এই জঙ্গি সংগঠনেক যোগ রয়েছে আল-কায়েদার সঙ্গে। এদিকে রিপোর্ট অনুযায়ী, হিজবুল্লা ইতিমধ্যেই দামাস্কাসের বাইরে থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিয়েছে। এই আবহে আসাদের ২৪ বছরের শাসনকাল শেষ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে হোমস বিদ্রোহীদের দখলে যাওয়ার পরই বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সাধারণ নাগরিকরা রাস্তায় ভিড় করে উল্লাসে মেতেছেন। তারা বলছেন - 'আসাদ বিদায় নিয়েছেন, আমরা এখন মুক্ত', 'সিরিয়া দীর্ঘজীবী হোক'। (আরও পড়ুন: অসমে তৃণমূল কি নয়া সভাপতি নিয়োগ করল? পোস্ট করেও মোছা হল... ছড়াল বিভ্রান্তি!)
আরও পড়ুন: 'পায়খানা পরিষ্কার করায় কৃতিত্ব…', ৪ দিনে কলকাতা দখলের 'হুংকারের' জবাব তথাগতর
বিদেশ মন্ত্রকের তরফ থেকে শুক্রবার গভীর রাতে 'ট্রাভেল অ্যাডভাইজরি' বা ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করা হয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল সেই বিজ্ঞপ্তি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশ দিয়েছে, 'যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশিকা জারি করা হচ্ছে, ততক্ষণ কোনও কারণেই সিরিয়ায় যাবেন না'। বিদেশ মন্ত্রকের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে ভারতীয় নাগরিকদের জন্য একটি আপৎকালীন হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি-ও দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই মুহূর্তে সিরিয়ায় থাকা ভারতীয়দের বলা হয়েছে, তাঁরা যেন 'সর্বক্ষণ দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায়' রাখেন। একইসঙ্গে, ভারত সরকারের তরফে বলা হয়েছে, 'যাঁদের পক্ষে সম্ভব, তাঁরা যত দ্রুত পারেন, যেকোনও কমার্সিয়াল ফ্লাইট ধরে সিরিয়া থেকে বেরিয়ে যান'। আর 'যাঁদের পক্ষে তেমনটা করা সম্ভব হচ্ছে না, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখুন এবং নিজেদের যত বেশি করে সম্ভব নিরাপদে রাখার চেষ্টা করুন। যত কম সম্ভব বাইরে ঘোরাফেরা করুন।' (আরও পড়ুন: ফ্যাশন শো-তে 'ব়্যাম্প ওয়াক' সুকান্ত মজুমদারের! চমকে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি)
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সিরিয়ায় বসবাসকারী বা সেখানে থাকা ভারতীয়দের জন্য দামাস্কাসের ভারতীয় দূতাবাসের যে হেল্পলাইন নম্বর শেয়ার করা হয়েছে, সেটি হল - +963 993385973 - এই নম্বরে ফোন এবং হোয়াটসঅ্যাপ করা যাবে। এছাড়াও, বিদেশ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে যে ইমেল আইডি শেয়ার করা হয়েছে, সেটি হল - hoc.damascus@mea.gov.in. - সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা প্রয়োজনে এই ইমেল আইডি-র মাধ্যমেও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।