সংসদের ডিবেট ঘিরে তর্ক পাল্টা তর্ক, কিম্বা কখনও কখনও উত্তাল পরিস্থিতিতে ওয়াক আউটের দৃশ্য দেখা যায়। এমনকি দুই পক্ষের বচসার চরম রূপও বহু সময় দেখা গিয়েছে। তবে ভারতে যখন ভোট পর্ব ঘিরে রাজনীতি উত্তাল, তখন তাইওয়ানের রাজনীতি উত্তাল করা সংসদের এক পর্বের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই ভিডিয়োয় যা দেখা গিয়েছে, তা অভূতপূর্ব!
ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাইওয়ানের সংসদের ভিতরের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, তাইওয়ানের সাংসদ গুয়ো গোয়েন প্রবল উত্তাল পরিস্থিতির মধ্যে সংসদে আনা বিল-এর নথি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেষে দরজা খুলেও ফেলেন। তার আগে, তাঁকে আটকাতে বেশ বেগ পেতে হয়েছে সেখানে উপস্থিত বহু জনকে। অনেকেই ওই সাংসদকে দৌড়ানোর সময়ই আটকে ফেলার চেষ্টা করেন। তবে লাভের লাভ যে হয়নি তা ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে। এই ঘটনা সোমবারের। সেদিন তাইওয়ানের নবনির্বাচিত রাষ্ট্রপতি লাইচিং তেই তাঁর অফিসে যোগ দিতে যাচ্ছিলেন। তার আগেই সেদেশের রাজনীতি তোলপাড় করে এই বিলের নথি-ছিনতাই কাণ্ড ঘটে যায়।
এদিকে, রয়টার্সের খবর বলছেস তাইওয়ানে রাষ্ট্রপতি পদে নির্বাচিত লাইচিং তেই-এর পার্টি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, তিনিই হতে চলেছেন, সেদেশের মসনদে বসছেন। এদিকে, তাঁর পার্টির বিপক্ষে থাকা কৌমিনতাং পার্টির আসন সংখ্যা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির থেকে বেশি। তবে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সংসদ দখল করতে পারেনি। ফলে তারা জোট বাধছে ছোট দল তাইওয়ান পিপলস পার্টির সঙ্গে। বিরোধীরা চাইছে সরকারি কাজ পর্যালোচনা করার জন্য সংসদের হাতে বেশি ক্ষমতা থাকুক। এরই মধ্যে তাইওয়ানে একটি সরকারি পরিকল্পনা করা হয়েছে অফিসারদের নিয়ে। যেখানে বলা হয়েছে, সংসদে যে অফিশিয়ালরা মিথ্যা বলবেন, তাঁদের শাস্তি দেওয়া হবে। এদিকে, ভোটের আগেও তাইওয়ানে অশান্তির পরিস্থিতি একই ছিল। আইনসবার বাইরে বহু সাংসদদে একে অপরের সঙ্গে ঝগড়া করতে দেখা গিয়েছে। পরে স্পিকারের টেবিল , চেয়ারে সাংসদদের চড়াও হতেও দেখা গিয়েছে তাইওয়ানে। মারপিটের ছবিও সেদেশে দেখা গিয়েছে। এই সমস্ত ঘটনার পর তাইওয়ানে সাম্প্রতিককালে উঠে এসেছে এই ভাইরাল ভিডিয়ো।