পাকিস্তানের সাংসদ তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সদ্য মুখ খুলেছিলেন পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি নেতা হাফিজ সইদকে নিয়ে। বিলাওয়ালকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, জঙ্গি নেতা হাফিজ সইদ ও মাসুদ আজহারকে যদি ভারতের হাতে প্রত্যর্পণ করে পাকিস্তান, সেই প্রসঙ্গে। প্রশ্ন শুনে বিলাওয়ালের জবাব ছিল,'পাকিস্তানের সাথে একটি বিস্তৃত সংলাপের অংশ হিসেবে, যেখানে সন্ত্রাসবাদ আমাদের আলোচনার বিষয়গুলির মধ্যে একটি, আমি নিশ্চিত যে পাকিস্তান এই বিষয়গুলির কোনওটিরই বিরোধিতা করবে না।' এরপরই চটে লাল হাফিজ সইদের পুত্র তালহা সইদ। পাকিস্তানে অন্যতম প্রভাবশালী এই হাফিজ পুত্র তালহা এবার মুখ খুলেছেন বিলাওয়ালের বিরুদ্ধে।
উল্লেখ্য, ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির তথ্য অনুসারে হাফিজ সইদের লস্কর ই তৈবা ও মাসুদ আজহারের জইশ এ মহম্মদ, দুই নিষিদ্ধ সংগঠন। তথ্য বলছে, পাকিস্তানের কোট লখপত জেলে ২০১৯ সাল থেকে বন্দি হাফিজ। এই হাফিজ ও মাসুদকে নিয়ে সদ্য বিলাওয়াল ভুট্টো এক সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন,' ভারতের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে' এই দুই জঙ্গিকে ঘিরে পাকিস্তান, সীমন্তপারের সন্ত্রাস নিয়ে মামলায় এগোতে পারছে না! বিলাওয়ালের দাবি,' ভারত কিছু মৌলিক উপাদান মেনে চলতে অস্বীকার করছে যা তাদের দোষী সাব্যস্ত হতে প্রয়োজন।' বিলাওয়ালের দাবি,'এটা গুরুত্বপূর্ণ... এই আদালতগুলিতে প্রমাণ উপস্থাপন করা, ভারত থেকে সাক্ষ্য দেওয়ার জন্য লোকজনের আসা দরকার।' বিলাওয়াল ভুট্টো বলেন,'যদি ভারত এই প্রক্রিয়ায় সহযোগিতা করতে ইচ্ছুক হয়, তাহলে আমি নিশ্চিত যে সংশ্লিষ্ট কোনও ব্যক্তিকে প্রত্যর্পণে কোনও বাধা থাকবে না।' আর এই কথা শুনেই চটে লাল হাফিজ সইদের পুত্র তালহা সইদ।
তালহা সইদ, বিলাওয়ালের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন,' তাঁর বক্তব্য রাষ্ট্রীয় নীতি, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।' সুর আরও চড়িয়ে তালহার বক্তব্য,'বিলাওয়াল ভুট্টো হয় বাস্তবতা সম্পর্কে অজ্ঞ, নয়তো শত্রুর বক্তব্য প্রচার করছেন,' তিনি বলেন এবং জিজ্ঞাসা করেন, ‘একজন রাষ্ট্রীয় প্রতিনিধি কি শত্রু দেশের কাছে নাগরিকদের হস্তান্তরের কথা বলতে পারেন?’