বাংলা নিউজ > ঘরে বাইরে > Taliban: ‘দাড়ি নেই, তো চাকরি নেই’, আফগান সরকারি কর্মীদের ‘ড্রেস কোড’ বাতলে দিল তালিবান

Taliban: ‘দাড়ি নেই, তো চাকরি নেই’, আফগান সরকারি কর্মীদের ‘ড্রেস কোড’ বাতলে দিল তালিবান

আফগান সরকারি কর্মীদের ‘ড্রেস কোড’ বাতলে দিল তালিবান (REUTERS)

এর আগে মেয়েদের জন্য স্কুল খুলেও তা ফের বন্ধ করে দেওয়া হয়। এদিকে মেয়েদের একা বিমানে চড়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে সমালোচিত হচ্ছে তালিবান। 

আফগানিস্তানের সরকারি কর্মীদের উদ্দেশে এক ফতোয়া জারি করে তালিব শাসকরা বলেছে যে এখন থেকে কোনও কর্মীর যদি দাড়ি না থাকে, তাহলে সে চাকরি খোয়াতে পারে। পাশাপাশি সরকারি কর্মীদের ‘ড্রেস কোড’ও বাতলে দিয়েছে তালিব শাসকরা। তিনটি ভিন্ন সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে কট্টরপন্থী ইসলামি প্রশাসন বেশ কয়েকটি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে সম্প্রতি।

সূত্রগুলি বলেছে যে কর্মচারীরা নতুন নিয়মগুলি মেনে চলছে কিনা তা পরীক্ষা করার জন্য ধর্মীয় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার সরকারি অফিসের প্রবেশপথে টহল দিচ্ছিলেন। কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের দাড়ি না কামায় এবং একটি লম্বা, ঢিলেঢালা জামা এবং ট্রাউজার পরতে হবে। সাথে একটি টুপি বা পাগড়ি পরতে নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের সঠিক সময়ে প্রার্থনা করতেও বলা হয়েছে।

কর্মীদের বলা হয়েছিল যে তারা যদি ড্রেস কোড মেনে না চলে তাহলে এখন থেকে তারা অফিসে প্রবেশ করতে পারবে না। শেষ পর্যন্ত ড্রেস কোড না মানলে তাদের বরখাস্তও করা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। নৈতিকতা মন্ত্রক এর জন্য একটি প্রচারাভিযান চালাচ্ছে। এর আগে গত সপ্তাহে মেয়েদের জন্য স্কুল খুলেও তা ফের বন্ধ করে দেওয়া হয়। এদিকে মেয়েদের একা বিমানে চড়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান। এই আবহে আন্তর্জাতিক স্তরে বেশ সমালোচিত হয়েছে তালিবান।

বন্ধ করুন