বাংলা নিউজ > ঘরে বাইরে > একবছর পরে ছাত্রীদের পরীক্ষায় বসার ছাড়পত্র দিল তালিবান, কী পরে যেতে হবে তাদের?

একবছর পরে ছাত্রীদের পরীক্ষায় বসার ছাড়পত্র দিল তালিবান, কী পরে যেতে হবে তাদের?

স্কুলের সামনে পাহারায় তালিবান সেনা। (AP Photo/Ebrahim Noroozi) (AP)

দেরিতে হলেও ফের স্কুল মুখো হতে পারবেন আফগান ছাত্রীরা।তবে পরীক্ষার সময় ফোন নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রী ও শিক্ষিকাদের হিজাব পরতেই হবে। তবে বুধবারের পরীক্ষায় যারা বসতে পারবেন না তারা শীতের ছুটির পরে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে।

মল্লিকা সোনি

তালিবান সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, চলতি সপ্তাহ থেকেই আফগান মেয়েদের এবার হাইস্কুলের গ্র্যাজুয়েশন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে । এপির রিপোর্ট অনুসারে এমনটাই খবর। আসলে গত বছর আফগানিস্তান দখল করেছিল তালিবানরা। সেই সময় থেকে মেয়েদের স্কুলে যাওয়া কার্যত নিষিদ্ধ করা হয়েছিল আফগানিস্তানে। তবে এবার সেই দরজা কিছুটা হলেও খুলছে।

রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩১টি প্রদেশে এই নির্দেশ কার্যকরী হচ্ছে। কাবুল শিক্ষা দফতরের প্রধান এশানুল্লাহ কিতাব জানিয়েছেন,বুধবার পরীক্ষা নেওয়া হবে। অপরদিকে কাবুল শিক্ষা দফতরের নথি বলছে,সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী হবিবুল্লাহ আঘা অপর একটি নথিতে সই করেছেন। ৩১টি প্রদেশে এই পরীক্ষা হবে। অপর তিনটি প্রদেশ যেমন কান্দাহার, হেলমন্দ, আর নিমরোজ- সেখানে স্কুলগুলিতে কিছুটা আলাদা ধরনের সময়সূচি রয়েছে। সেখানে হাই স্কুলের গ্র্যাজুয়েশন পরীক্ষাও একটু দেরিতে হয়। তার জেরেই ওই তালিকা থেকে ওই তিনটি প্রদেশকে বাদ রাখা হয়েছে।

আসলে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই মিডল স্কুল ও হাই স্কুলে মেয়েদের যাওয়া কার্যত নিষিদ্ধ করা হয়। মহিলাদেরও কাজে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকী জনসমক্ষে বের হলে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার নির্দেশ জারি করা হয়।এমনকী পার্ক, জিম, মেলাতে যাওয়ার ক্ষেত্রেও মেয়েদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে দেরিতে হলেও ফের স্কুল মুখো হতে পারবেন আফগান ছাত্রীরা।তবে পরীক্ষার সময় ফোন নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রী ও শিক্ষিকাদের হিজাব পরতেই হবে। তবে বুধবারের পরীক্ষায় যারা বসতে পারবেন না তারা শীতের ছুটির পরে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে।

 

বন্ধ করুন