বাংলা নিউজ > ঘরে বাইরে > Taliban: মৃত্যুর ৯ বছর পর প্রতিষ্ঠাতা ওমরের কবরের অবস্থান প্রকাশ্যে আনল তালিবানরা

Taliban: মৃত্যুর ৯ বছর পর প্রতিষ্ঠাতা ওমরের কবরের অবস্থান প্রকাশ্যে আনল তালিবানরা

তালিবান নেতার কবরের ছবি।

কেন এতদিন ধরে তাঁর কবরস্থান গোপন রাখা হয়েছিল সে বিষয়ে মুজাহিদ বলেন, ‘যেহেতু চারপাশে প্রচুর শত্রু ছিল এবং দেশটি মার্কিন সেনার দখলে ছিল। তাই ওমরের কবরের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য এটি গোপন রাখা হয়েছিল। শুধু তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জায়গাটি সম্পর্কে অবগত ছিলেন।’

মৃত্যুর ৯ বছর পর প্রথমবার মোল্লা ওমরের কবরের অবস্থান প্রকাশ্যে আনল তালিবানরা। এতদিন ধরে তাঁর মৃত্যুর খরব গোপন রাখা হয়েছিল। তালিবানের প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা ওমর। রবিবার তালিবানের সদস্যরা ওমরের কবরের পাশে জমায়েত করে শোক প্রকাশ করে। সেই ছবি প্রকাশ্যে এসেছে।

তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রবিবার সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, তালিবানের নেতারা জাবুল প্রদেশের সুরি জেলার ওমরজোর কাছে তার কবরের পাশে জমায়েত করে শোক প্রকাশ করেন। ২০০১ সালে তালিবানদের নাস্তানাবুদ করেছিল মার্কিন সেনা। এরপরেই শোনা যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন ওমর। পরে ২০১৩ সালে তাঁর মৃত্যু হয়। তারও ২ বছর পর ২০১৫ সালে তার মৃত্যুর কথা স্বীকার করে তালিবানরা। গত বছরের অগস্টে তালিবানরা মার্কিন সেনাদের কাছ থেকে আবার আফগানিস্তান দখল করে। প্রায় ২০ বছর পর মার্কিন সেনাদের কাছ থেকে আফগানিস্তানকে ছিনিয়ে নেয় তালিবানরা। তার পরেই ওমরের কবর স্থানের অবস্থান প্রকাশ্যে আনল তাঁরা।

কেন এতদিন ধরে তাঁর কবরস্থান গোপন রাখা হয়েছিল সে বিষয়ে মুজাহিদ বলেন, ‘যেহেতু চারপাশে প্রচুর শত্রু ছিল এবং দেশটি মার্কিন সেনার দখলে ছিল। তাই ওমরের কবরের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য এটি গোপন রাখা হয়েছিল। শুধু তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা জায়গাটি সম্পর্কে অবগত ছিলেন।’

যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, তালিবান নেতারা সাদা ইটের একটি সাধারণ কবরের চারপাশে জড় হয়েছে। কবরটি সবুজ রং করা লোহার বেষ্টনি দিয়ে ঘেরা রয়েছে। মুজাহিদ বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষ তার সমাধি দেখতে পারবে।’ উল্লেখ্য, ৫৫ বছর বয়সে ওমরের মৃত্যু হয়। ১৯৯৩ সালে তিনি তালিবানের প্রতিষ্ঠা করেছিলেন।

পরবর্তী খবর

Latest News

সূর্য যাচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে! বিশ্বকর্মা পুজোর আগে ভাগ্য খুলছে ৩ রাশির ট্রেন বেলাইন করতে এক সপ্তাহে তিনবার চেষ্টা, রেললাইনে সিলিন্ডার, জঙ্গিদের ছক? রাজনীতিতে অবসর বলে কিছু হয় না, শেষ পর্যন্ত মানুষের সেবা করা উচিত- খাড়গে বর্ষার কারণে মুম্বই থেকে সরল ইরানি কাপ, অনুষ্ঠিত হবে লখনউয়ে প্রতিপক্ষকে সস্তায় গুটিয়ে ১৩ বলে ম্যাচ জয়, শুরু হয়েই শেষ আন্তর্জাতিক T20 ম্যাচ চিনারা চিহ্ন এঁকে গেলেই ওদের জমি হয়ে যায় না, ভূখণ্ড দখলের দাবি খারিজ রিজিজুর ‘কত মাইনে দেবে?’ ‘কিপটে’ বাবার আবদার শুনেই টাকা চেয়ে বসল চাঙ্কি-কন্যা অনন্যা! সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতেই চাইল না CBI! RG কর মামলায় জুটল আদালতের ভর্ৎসনাও একদা সুযোগ পাননি রাজ্যের দলেও, যশের যাত্রার কথা বললেন গর্বিত বাবা মা কি মিথ্যা বলবেন-বিজেপি শিখিয়ে দেওয়ার কথা বলতেই ফোঁস করে উঠলেন দেবাংশু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.