বাংলা নিউজ > ঘরে বাইরে > তালিবানের কপালে চিন্তার জোড়া ভাঁজ, কাবুল বিস্ফোরণের দায় স্বীকার IS-K-এর

তালিবানের কপালে চিন্তার জোড়া ভাঁজ, কাবুল বিস্ফোরণের দায় স্বীকার IS-K-এর

কাবুল বিস্ফোরণের দায় স্বীকার ISIS-এর (ছবি সৌজন্যে রয়টার্স) (via REUTERS)

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরের পরপর দু'টি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬০ জন আফগান নাগরিকের। এছাড়াও ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

তালিবান আফগানিস্তানের দখল নিতেই গোটা বিশ্বে মানবাধিকারের প্রশ্নে চিন্তায় মগ্ন হয়েছিল। তবে পশ্চিমা দেশগুলো এরই মাঝে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের উদ্ধার করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছিল। পাশাপাশি অবশ্য তালিবানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যাতে আফগানিস্তান থেকে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ না ছড়ায়। তবে পশ্চিমা দেশগুলি আফগানিস্তান ছাড়ার আগেই শিকার হল আফগান জঙ্গিদের হামলার। কাবুল বিমানবন্দরের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা তড়তড়িয়ে বাড়ছে। এই আবহে তালিবানের মাথায় জোড়া চিন্তা দেখা দিল।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরের পরপর দু'টি বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬০ জন আফগান নাগরিকের। এছাড়াও ১৩ জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহত আরও ১৫। জানা গিয়েছে মৃত ও আহত ব্যক্তির মোট সংখ্যা ১৬০। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির নিরিখে কাবুল বিমানবন্দরে এমন বিস্ফোরণের আশঙ্কার কথা পশ্চিমি দেশগুলো তরফে আগেই জানানো হয়েছিল। মানুষকে বিমানবন্দরটি পারতপক্ষে এড়ানোর চেষ্টা করার কথাও বলা হয়েছিল। বিমানবন্দরের এক আধিকারিক আত্মঘাতী বোমা বিস্ফোরণের আশঙ্কাও ব্যক্ত করেছিলেন। তারপরই এদিন এই ঘটনা।

আফগানিস্তানে জঙ্গি সংগঠনের উপস্থিতি প্রমাণ করল এই হামলা। পাশাপাশি প্রশাসন সামলাতে যে তালিবান অকর্মণ্য, তাও একপ্রকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। এর জেরে আন্তর্জাতিক মহলের তরফে চাপ সৃষ্টি করা হবে তালিবানের উপর। অর্থনৈতিক দিক দিয়ে নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে। তাছাড়া যেই আন্তর্জাতিক স্বীকৃতির দিকে তালিবান তাকিয়ে ছিল, এই হামলার পর তা অলিক স্বপ্নে পরিণত হতে পারে বলে মত অনেক বিশেষজ্ঞের।

এদিকে আইএস-খোরাসান কাবুল বিমানবন্দরের এই হত্যালীলার দায় স্বীকার করেছে। আদতে এই জঙ্গি সংগঠন আফগানিস্তান ভিত্তিক। এরা তালিবান বিরোধী। আইএস-এর মতে তালিবান অনেক নরমপন্থী। পুরোনো বেশ কয়েকজন তালিবান জঙ্গিদের নিয়ে গঠিত আইএস-খোরাসান শরিয়ত আইনের আরও কঠোর ব্যাখ্যায় বিশ্বাসী। এই হামলা তালিবানি প্রশাসনে ঘটতে চলা ভবিষ্যতের হামলার ইঙ্গিত মাত্র।

ঘরে বাইরে খবর

Latest News

দ্বিতীয় কিপার হিসেবে লড়াই রাহুল-সঞ্জুর, ষষ্ঠ বোলারের দৌড়ে বিষ্ণোই-অক্ষর-আবেশ ‘আমার সঙ্গে একটা ছবি তুলবে কাঞ্চনদা?’ পরমব্রতর বাড়িতে দেখা হতেই আবদার অরিজিতের! ‘৪০ ঊর্ধ্বে মহিলাদের প্রতি মানুষ কঠোর’, কাজ কমিয়ে দেওয়া নিয়েও মুখ খুললেন কালকি ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ে এই কারণেই! বিশেষজ্ঞের পরামর্শ মতো এড়িয়ে চলুন এখন থেকেই লোকসভা ভোটের দ্বিতীয় দফার আসনগুলিতে ২০১৯-এর চেয়ে ভাল ফলের আশায় জেডিইউ 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু টসে জিতল Royal Challengers Bengaluru , প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল| অগ্নিদগ্ধ হয়ে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে, পাটনার হোটেলে বিধ্বংসী আগুনের জের মা হতে চান, মিলছে না পাত্র! প্রিয়াঙ্কার মতো ডিম্বাণু সংরক্ষণ করতে চান ম্রুনাল নিজেদের লাগেজ টেনে তুলতে হল লজ্ঝরে টেম্পোতে-নেপালে নেমে অবাক ক্যারিবিয়ান ব্রিগেড

Latest IPL News

'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.