ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি মঙ্গলবার দ্ব্যর্থহীন ভাবে সীমান্ত সন্ত্রাসবাদ সহ সমস্তরকম সন্ত্রাসবাদের নিন্দা করেছেন, উভয় নেতা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে এই হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
বৈঠকের কয়েক ঘণ্টা পর ভারত ও কাতার এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য আলাপ-আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে।
১৭ ও ১৮ ফেব্রুয়ারি কাতারের আমিরের দু'দিনের ভারত সফর ভারত ও কাতারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দৃঢ় বন্ধনকে পুনরায় নিশ্চিত করেছে। নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেছেন যে এই অংশীদারিত্ব বৃদ্ধি অব্যাহত থাকবে, উভয় দেশের জনগণ উপকৃত হবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় অবদান রাখবে।
বিবৃতিতে বলা হয়, 'দুই নেতা দ্ব্যর্থহীনভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রক্রিয়ার মাধ্যমে এই হুমকির বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
নেতারা তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময়, অভিজ্ঞতা উন্নয়ন ও বিনিময়, সর্বোত্তম অনুশীলন এবং প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থা, মানি লন্ডারিং, মাদক পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য আন্তঃদেশীয় অপরাধে সহযোগিতা জোরদার করতেও সম্মত হয়েছেন।
তারা সন্ত্রাসবাদ, মৌলবাদ এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সাইবার স্পেসের ব্যবহার প্রতিরোধ সহ সাইবার সুরক্ষায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেছেন।
এর আগে মোদী ও আমির বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করেন এবং দুই দেশের 'গভীর ও ঐতিহ্যবাহী সম্পর্ক' আরও দৃঢ় করেন।
তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট 'আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু' নিয়েও মতবিনিময় করেছেন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। (পিটিআই)