বিষমদ কাণ্ডে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। আর মৃতের সংখ্যা বাড়তেই পরিস্থিতি ঘিরে নানান প্রশ্ন উঠছে। সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই মামলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেন। তামিলনাড়ুর সিআইডি এবার তদন্ত করবে সেরাজ্যের এই বিষমদ কাণ্ড নিয়ে।
উল্লেখ্য, তামিলনাড়ুর ভিল্লুপুরমে ঘটে গিয়েছে বিষমদ কাণ্ড। বিষমদ কাণ্ডে তামিলনাড়ুর বিল্লুপুরমে অসুস্থদের সঙ্গে সাক্ষাৎ করতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তাঁর সঙ্গে সেখানে ছিলেন, রাজ্য়ের মন্ত্রী পোনমুড়ি ও এভিভেলু। অসুস্থদের সঙ্গে সাক্ষাতের পর এমকে স্ট্যালিন বলেন, ‘যাতে অবৈধ মদ তৈরিতে ইন্ডাস্ট্রিগুলিতে যে কাঁচামাল লাগে তা নিষিদ্ধ করা যায়, ঘটনার আসল কারণ জানতে, ও বিষমদের সমস্যাকে উপড়ে ফেলতে এই দুটি ঘটনা সিবি সিআইডির হাতে তুলে দেওয়া হল।’
( আর্থিক সঞ্চয়ে পকেট ভরাবে বুধের কৃপা! সোমবার থেকে ভাগ্য ফিরছে কোন কোন রাশির?)
(মহিলাদের যৌনাঙ্গ থেকে বের হওয়া গন্ধ কি ভয়ের কিছু? যোনি নিয়ে কিছু তথ্য একনজরে)
( আদানি গোষ্ঠীকে নিয়ে কি সংসদকে বিভ্রান্ত করেছে সরকার? টুইটে প্রশ্ন তুললেন রমেশ)
( ৯ রাজ্যের ভোট আসছে! ২ টিতে সরকারে বিজেপি, ২ টিতে কংগ্রেস, রাজনৈতিক অঙ্ক একনজরে)
( কংগ্রেস-তৃণমূল জোট কি দেখা যাবে লোকসভা ভোটে? হাইভোল্টেজ প্রশ্নে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়)
পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসারদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে অবৈধ বিষমদকে বিক্রি বন্ধ ও অবৈধ মদ্যপান রুখতে কড়া পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়। এদিকে, এআইএডিএমকে প্রধান ও বিরোধী নেতা কে পালানিস্বামী স্ট্যালিনকে এই মামলায় একহাত নিতে ছাড়েননি। তিনি বলেন, সরকারর তরফে উপযুক্ত ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়া হলে এমন পরিস্থিতি রোখা যেত। তিরুচিরাপল্লীতে পালানিস্বামী বলেন,' মুখ্যমন্ত্রী স্ট্যালিন এর জন্য দায়ী। তাঁর পদত্যাগ কার উচিত। তিনি উপযুক্ত মুখ্যমন্ত্রী নন। ' এদিকে তামিলনাড়ুতে বিষমদ কাণ্ডে প্রয়াতদের পরিবারক ১০ লাখ টাকা, ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন, এমকে স্ট্যালিন। উল্লেখ্য, তামিলনাড়ুর বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আহতের সংখ্যা ৫০। এদিকে, মৃতের সংখ্যা ১৪ হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup