বাংলা নিউজ > ঘরে বাইরে > TN Govt Drops Rupee Symbol: বাজেটে রুপির প্রতীক রাখল না তামিলনাড়ু, ব্যবহার তামিল চিহ্ন, নাটক কটাক্ষ বিজেপির

TN Govt Drops Rupee Symbol: বাজেটে রুপির প্রতীক রাখল না তামিলনাড়ু, ব্যবহার তামিল চিহ্ন, নাটক কটাক্ষ বিজেপির

তামিলনাড়ুতে বদলে গেল টাকার প্রতীক! কেন্দ্রকে নিশানা স্ট্যালিনের (সৌজন্যে টুইটার )

রাজ্য বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার, তাতে টাকার প্রতীক চিহ্ন হিসেবে ' ' নেই। পরিবর্তে তামিল অক্ষর ব্য়বহার করে 'Ru' লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে 'Rubai' বলা হয়, সেই নিরিখেই নতুন প্রতীক চিহ্ন।

কেন্দ্রের সঙ্গে সংঘাতের আবহে এবার বাজেটে রুপির প্রতীক রাখল না তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকার। ভারতীয় মুদ্রা Rupee-র প্রতীক চিহ্ন হিসেবে ' ' ব্যবহার করা হয়। রুপির প্রতীক চিহ্ন না ব্য়বহার করে রাজ্যের ২০২৫-'২৬ সালের বাজেটে ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে তামিল লিপির প্রতীক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্ট্যালিন নিজেই। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে এবারের বাজেটের ভিত্তি হল, ‘সকলের জন্য সবকিছু।’

রাজ্য বাজেট নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার, তাতে টাকার প্রতীক চিহ্ন হিসেবে ' ' নেই। পরিবর্তে তামিল অক্ষর ব্য়বহার করে 'Ru' লেখা হয়েছে। তামিল ভাষায় টাকাকে 'Rubai' বলা হয়, সেই নিরিখেই নতুন প্রতীক চিহ্ন। কেন্দ্রের বিজেপি সরকার জোর করে হিন্দি চাপিয়ে দিচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে দক্ষিণের রাজ্যগুলি। জাতীয় শিক্ষানীতির মাধ্যমেও হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। আর সেই আবহেই সার্বিকভাবে ব্যবহৃত টাকার প্রতীক চিহ্ন ' ' বর্জন করে ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখতে কেন্দ্রকে নতুন বার্তা দিয়েছে তামিলনাড়ু।

আরও পড়ুন -‘ভাং খেয়ে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক অভিযোগ বিহারে, টিপ নিয়েও তোপ

বর্তমানে দেশে টাকার প্রতীকচিহ্ন হিসেবে যে ' ' প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তার সৃষ্টিকর্তা তামিলনাড়ুরই কল্লাকুরিচির বাসিন্দা, শিক্ষাবিদ তথা ডিজাইনার উদয়কুমার ধর্মলিঙ্গম। ২০১০ সালে ভারতীয় মুদ্রার নতুন নকশা হিসেবে ' '-র সৃষ্টি করেন তিনি। দেবনাগরী অক্ষর ‘र’-র মাত্রার নীচে আড়াআড়ি ভাবে একটি রেখা যোগ করে নতুন প্রতীক চিহ্নের সৃষ্টি করেন তিনি। তার আগে পর্যন্ত ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহৃত হত RS., Re. ২০১০ সালের জুলাই মাসে ' ' ভারতীয় মুদ্রার প্রতীক চিহ্ন হিসেবে গৃহীত হয়। সেই সময় আইআইটি বম্বের ভিস্যুয়াল ডিজাইনিং বিভাগে পাঠরত ছিলেন উদয়কুমার। তাঁর বাবা ধর্মলিঙ্গম স্ট্যালিনের সঙ্গে যুক্ত ছিলেন।   

এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপতির কথায়, টাকার জাতীয় চিহ্ন এইভাবে বদলে ফেলা যায় না। এমন পদক্ষেপ করার অর্থ হল যে তামিলনাড়ুকে ভারতের থেকে পৃথক হিসাবে তুলে ধরা। গোটা দেশেই টাকার চিহ্ন হিসাবে নির্দিষ্ট একটি প্রতীক ব্যবহার করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তামিলনাড়ুর এক সরকারি আধিকারিকের কথায়, দেবনাগরীর বদলে এবার তামিল হরফকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিএমকে মুখপাত্র সাভরানন আন্নাদুরাইয়েরও দাবি, ‘আমরা এবার তামিলকে গুরুত্ব দিচ্ছি’। যদিও টাকার চিহ্ন বদল নিয়ে কিছু বলেননি তিনি।

আরও পড়ুন -‘ভাং খেয়ে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী’, বিস্ফোরক অভিযোগ বিহারে, টিপ নিয়েও তোপ

হিন্দি আগ্রাসন নিয়ে তামিলনাড়ু-সহ দক্ষিণের একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সংঘাত নতুন নয়। সম্প্রতি সংঘাত আরও তীব্রতর হয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতি জন্য। নয়া শিক্ষানীতির আওতায় প্রাথমিক স্কুলে তিনটি ভাষা শেখানো বাধ্যতামূলক করা হয়, যার মধ্যে একটি যদি ইংরেজি হয়, বাকি দু'টি ভারতীয় ভাষা হতেই হবে। মাধ্যমিক স্তরে বিদেশি ভাষা শেখা যেতে পারে, সেই তালিকায় কোরিয়ান, জাপানি, ফরাসি, জার্মান, স্প্যানিশ ভাষা শেখার কথা বলা হয়েছে। 

পাশাপাশি, ভারতীয় ভাষা এবং ইংরেজিও রয়েছে তাতে। সরকারি, বেসরকারি সমস্ত স্কুলের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়। প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আসছে তামিলনাড়ু। তাদের দাবি, জোর করে হিন্দি চাপাতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছে কেন্দ্র। তাই শিক্ষানীতির মাধ্যমে ঘুরপথে হিন্দিকে দক্ষিণের রাজ্যের পড়ুয়াদের পাঠ্যক্রমে ঢোকাতে চাইছে।

উল্লেখ্য, স্বাধীনতার আগে থেকে মাতৃভাষা নিয়ে লড়াই চালিয়ে আসছে তামিলনাড়ু। ১৯৩৭ সালে তদানীন্তন মাদ্রাস সরকারের প্রধান সি রাজাগোপালাচারী স্কুলে হিন্দি বাধ্যতামূলক করলে, রাজ্যজুড়ে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়েছিল। জাস্টিস পার্টি থেকে দ্রাবিড় নেতা পেরিয়ার সকলে সেই আন্দোলনে শামিল হয়েছিলেন। হিন্দি বিরোধী আন্দোলনের জেরে ১৯৪০ সালে সেই নীতি পাল্টাতে হয়েছিল। 

পরবর্তী খবর

Latest News

মতুয়া গড়ে তৃণমূল সাংসদের পা ছুঁয়ে প্রণাম BJP বিধায়ক অসীমের, কী বললেন মমতাবালা? সাড়ে ৩ মাস আগে মৃত ছাত্র, বকেয়া ফি চাইল স্কুল, প্রশাসনের দ্বারস্থ বাবা মা আমি অস্ত্র হাতে বেরবো, রাম নবমীর মিছিলে বাধা দিলে ছুড়ে ফেলা হবে: দিলীপ ঘোষ প্রেম করছেন 'মা'-এর ঝিলিক! পাহাড় থেকে প্রেমিকের সঙ্গে আলাপ করালেন তিথি, কে তিনি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠায় আত্মঘাতী প্রৌঢ়, ‘ফাঁসানো হয়েছে’ দাবি পরিবারের রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! দুর্গা মন্দিরে পাঁচিল ভাঙার অভিযোগ, উত্তেজনা ছড়াল মেমারিতে খেলানো যাবে না কোনও মুসলিমকে, ফুটবল টুর্নামেন্ট নিয়ে আজব নির্দেশিকা ক্লাবের বাড়ছে ডিভোর্স-ব্রেকআপের সংখ্যা! মিঠুন বললেন, 'সম্পর্কের আয়ু কমছে কারণ…' অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি! ফের উত্তপ্ত ভাটপাড়া

IPL 2025 News in Bangla

রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়ান পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়ামসনের হিন্দি শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন প্রথম দল হিসেবে ‘দ্বিতীয় বলে’র নিয়ম ব্যবহার RR-এর,তবে পরের ৯ডেলিভারিতেই জিতল KKR হাইলি সাসপিশাস! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা IPL-র আগে সুপার ফিট RR vs KKR- ‘আজ NRR নয়, দলের জয় দরকার ছিল’ স্লো ইনিংস নিয়ে মুখ খুললেন ডি কক! IPL Points Table: RR-কে হারিয়ে ছয়ে উঠল KKR,লাস্টবয় এখন রাজস্থান,শীর্ষে রয়েছে কে? 'ইচ্ছা করে ২ ওয়াইড করে ডি'ককে ১০০ করতে দিলেন না আর্চার', খেপে লাল KKR ফ্যানরা KKR vs RR- জয়ে ফিরল নাইট রাইডার্স! বরুণ-মইনের স্পিন জাদুর পর দলকে জেতালেন ডি কক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.