বাংলা নিউজ > ঘরে বাইরে > Tamil Nadu Hooch Tragedy: তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু ৩ মহিলা সহ অন্তত ১০ জনের, হাসপাতালে আরও ৩০

Tamil Nadu Hooch Tragedy: তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু ৩ মহিলা সহ অন্তত ১০ জনের, হাসপাতালে আরও ৩০

তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু ৩ মহিলা সহ অন্তত ১০ জনের (PTI)

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ভিলুপুরম জেলার মারাক্কানামের কাছে এককিয়ারকুপ্পামের ছয়জন বাসিন্দা মারা গিয়েছেন বিষমদের জেরে। এদিকে চেঙ্গলপাট্টু জেলার মাদুরান্তগামে শুক্রবার দু'জনের এবং রবিবার এক দম্পতির মৃত্যু হয়েছে।

রবিবার তামিলনাড়ুর ভিলুপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় বিষমদ খেয়ে তিন মহিলা সহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সেই বিষ মদ খেয়েই আরও ৩০ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ভিলুপুরম জেলার মারাক্কানামের কাছে এককিয়ারকুপ্পামের ছয়জন বাসিন্দা মারা গিয়েছেন বিষমদের জেরে। এদিকে চেঙ্গলপাট্টু জেলার মাদুরান্তগামে শুক্রবার দু'জনের এবং রবিবার এক দম্পতির মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে প্রায় ৩০ জনের মতো হাসপাতালে ভরতি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে দাবি করা হয়। এদিকে ঘটনার পর, পুলিশের ইনস্পেক্টর জেনারেল (উত্তর) এন কান্নান যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন মৃত ১০ জনই সম্ভবত ইথানল-মিথানল পদার্থের সাথে মিশ্রিত বিষমদ খেয়েছিলেন। তারই জেরে এই পরিণতি। এদিকে তিনি জানান, এককিয়ারকুপ্পাম এবং মাদুরান্তগামের ঘটনা দু'টি পৃথক। যদিও দুটোই উত্তর তামিলনাড়ুতে ঘটেছে। এই দুই ঘটনার পৃথক ভাবে তদন্ত হচ্ছে বলে জানান আইজি। তিনি জানান, এখনও পর্যন্ত দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র পাওয়া যায়নি। তবে দুই ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা, তা ভালো ভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের আইজি কান্নান বলেন, 'দুটি বিষমদ সেবনের ঘটনা প্রকাশ্যে এসেছে। একটি চেঙ্গলপাট্টু জেলায় এবং অপরটি ভিলুপুরম জেলায়। শনিবার মারাক্কানামের কাছে ভিলুপুরম জেলার অন্তর্গত এককিয়ারকুপ্পাম গ্রামে ৬ জন বমি, চোখ জ্বালা এবং মাথা ঘোরার অভিযোগ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন। খবর পেয়ে পুলিশেরই একটি দল গ্রামে পৌঁছে অসুস্থদের হাসপাতালে ভরতি করেছিল। এর মধ্যে চারজন মারা গিয়েছে (পরে আরও দু'জন মারা যান)। পরে আরও অনেকেই হাসপাতালে ভরতি হম। হাসপাতালে ভরতি হওয়া ৩৩ জনের চিকিৎসা চলছে। তারা ভালো আছেন। এ ঘটনায় আমরণ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে বিষমদও বাজেয়াপ্ত করা হয়েছে। এতে মিথানলের উপস্থিতি নিশ্চিত করতে ল্যাবে পাঠানো হয়েছে।'

এদিকে পুলিশ কর্তা আরও বলেন, 'রবিবার সকালে চেঙ্গলপাট্টু জেলার চিথামুর থেকে একটি খবর পাওয়া যায় যে যেখানে একটি পরিবারের দুই ব্যক্তি মারা গিয়েছেন। সেই পরিবারেরই অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে, আমরা ভেবেছিলাম পারিবারিক বিরোধের কারণে এটি একটি আত্মহত্যার প্রচেষ্টা হতে পারে। তবে তাদের লক্ষণগুলি দেখার পরে আমরা নিশ্চিত হই যে এটা বিষমদ সেবনের ঘটনা। এর পর এলাকায় সতর্কতা জারি করা হয়। পরে একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় আরও দু'জনকে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মোট চারজনের মৃত্যু হয়েছে সেখানে। মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত আম্মাভাসাই নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।'

ঘরে বাইরে খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.