‘ছেলের কথা মনে পড়ছে,’ IAS অফিসারের ভিডিয়োতে কমেন্ট ইলন মাস্কের!
১ মিনিটে পড়ুন . Updated: 22 Jan 2022, 06:58 PM ISTভিডিয়োটি প্রায় ২ বছর আগে তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিষয়ক অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু টুইট করেছিলেন।
ভিডিয়োটি প্রায় ২ বছর আগে তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিষয়ক অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু টুইট করেছিলেন।
ম্যাসিমো নামের এক টুইটার ব্যবহারকারীর টুইট করা একটি ভিডিয়োয় কমেন্ট করলেন ইলন মাস্ক। ভিডিয়োটি প্রায় দুই বছর আগে তামিলনাড়ুর পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং বন বিষয়ক অতিরিক্ত মুখ্য সচিব সুপ্রিয়া সাহু টুইট করেছিলেন। সেই ক্লিপটিই শেয়ার করেন ম্যাসিমো নামের ওই ব্যক্তি।
'২০২০ @supriyasahuias-এক শেয়ার করা এই ক্লিপটি শিপাঞ্জি এবং মানুষের খেলা করার প্রবণতার একটি উদাহরণ। শুধুমাত্র গরিলা এবং অন্যান্য স্তন্যপায়ীরা শুধু যে খেলতে ভালোবাসে, তাই নয়। ওরা আমাদের মতো করেই খেলা করে,' ম্যাসিমো টুইট করেছেন।
এদিকে ভিডিয়োটি বেশ পছন্দ হয়েছে বিশ্বের ধনীতম ব্যক্তির। ইলন মাস্ক কমেন্ট করেছেন, 'বেবি এক্স ঠিক এইরকম, হাহা।' অর্থাত্ ভিডিয়োর শিপাঞ্জি ছানাকে দেখে নিজের ছেলের কথাই মনে পড়েছে টেসলা-স্পেসএক্স কর্তার।
আরও পড়ুন : মাঝপথে ডিউটি আওয়ার্স শেষ, 'আর চালাব না,' জেদ পাকিস্তানি পাইলটের
আরও পড়ুন : Airtel vs Jio vs Vi: ২৯৯ টাকায় সেরা প্ল্যান কার? জেনে নিন এক নজরে
গায়িকা গ্রাইমসের সঙ্গে ইলন মাস্ক তাঁর প্রথম সন্তানের নাম 'X AE A-12' রেখেছিলেন। মাস্কের প্রাক্তন স্ত্রী, লেখিকা জাস্টিনের সঙ্গে পাঁচটি সন্তান আছে তাঁর।
।