বাংলা নিউজ > ঘরে বাইরে > Stalin Targets Modi: 'হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করা হোক', মোদীকে বার্তা স্ট্যালিনের

Stalin Targets Modi: 'হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করা হোক', মোদীকে বার্তা স্ট্যালিনের

চেন্নাইতে নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন এমকে স্ট্যালিনের(PTI Photo/R Senthilkumar)  (PTI)

স্ট্যালিনের বক্তব্যের পর মোদী বলেন, 'তামিল ভাষা চিরন্তন এবং তামিল সংস্কৃতি বিশ্বব্যাপী। চেন্নাই থেকে কানাডা। মাদুরাই থেকে মালয়েশিয়া। নামক্কাল থেকে নিউইয়র্ক। সালেম থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত, পোঙ্গল (উৎসব) এবং পুথান্ডু (নববর্ষ) উপলক্ষগুলি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়।'

হিন্দি বনাম তামিল ভাষা বিতর্ক আরও খানিকটা উস্কে এবার সরাসরি মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এমকে স্ট্যালিন দাবি করেছেন, সমস্ত সরকারি অফিসে হিন্দিকে যেমন ব্যবহার করা হয় তার সমানই তামিল ভাষাকেও ব্যবহার করতে হবে। তিনি মোদীর কাছে আবেদন রাখেন, হিন্দির মতো তামিল ভাষাকেও যাতে সমস্ত সরকারি অফিসে ব্যবহার করা হয় তার ব্যবস্থা করার।

উল্লেখ্য, রাষ্ট্রভাষা ইস্যুতে ইতিমধ্যেই দক্ষিণী রাজ্যগুলির ভাষা বনাম হিন্দি বিতর্ক তুঙ্গে। সেক্ষেত্রে আলাদা করে মাত্রা পেয়েছে তামিল বনাম হিন্দি বিতর্ক। এদিকে, ২০২১ সালে এপ্রিল-মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পর এই প্রথম চেন্নাই সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আর তাঁর সফরকালেই কার্যত ভাষা-বিতর্কে মোদীকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা স্ট্যালিন। তামিলনাড়ুতে একাধিক প্রকল্পের উদ্বোধনে চেন্নাই সফর করেন মোদী। এদিকে তামিল মুখ্যমন্ত্রীর এই ভাষা বিতর্কে দাবির পরই মঞ্চে বলতে ওঠেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী তামিল ভাষা ইস্যুতে তামিল কবি সুব্রহ্মণ্যম ভারতিয়ারকে উল্লেখ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, 'তামিল ভাষা চিরন্তন এবং তামিল সংস্কৃতি বিশ্বব্যাপী। চেন্নাই থেকে কানাডা। মাদুরাই থেকে মালয়েশিয়া। নামক্কাল থেকে নিউইয়র্ক। সালেম থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত, পোঙ্গল (উৎসব) এবং পুথান্ডু (নববর্ষ) উপলক্ষগুলি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়।' '৮ সাল, ৮ চাল, বিজেপি সরকার বিফল', মোদী সরকারকে নিয়ে কংগ্রেসের রিপোর্ট কার্ড পেশ

এরপরই মোদী তামিল ইস্যুতে বলতে থাকেন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে আলাদা করে তামিল পঠনপাঠনের জন্য সুব্রহ্মণ্যম ভারতীয়ারের নামে চেয়ার আছে। তিনি বলেন 'যেহেতু বিএইচইউ আমার সংসদীয় ক্ষেত্রে, তাই এটা আমার কাছে আলাদা আনন্দের।'

মোদীর আগে বক্তব্য রাখতে উঠে স্ট্যালিন বলেন, 'তামিল ভাষা পৃথিবীর ধ্রুপদী ভাষার মধ্যে প্রাচীন এবং আধুনিক উভয় ভাষা'। তিনি হাইকোর্টগুলিতেও এই ভাষার ব্যবহার সরকারি ভাষা হিসাবে করার পক্ষে দাবি তোলেন। এদিকে, এরপর বক্তব্য রাখতে উঠে মোদী বলেন, 'ভারত সরকার তামিল ভাষা ও সংস্কৃতিকে আরও জনপ্রিয় করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ'। উল্লেখ্য, ভাষা ইস্যুতে বহুদিন ধরেই তামিল সরকারের সঙ্গে কেন্দ্রের মোদী সরকারের সংঘাত দেখা গিয়েছে। কেন্দ্রের আনা নয়া শিক্ষা নীতি স্ট্যালিন সরকারের কার্যত না পসন্দ! তামিল সরকার জানিয়েছে তারা দুটি ভাষাকে নিয়ে শিক্ষানীতিতে চলতে শুরু করছে। একটি তামিল অন্যটি ইংরেজি। তবে সেই ইস্যুতে স্ট্যালিন এদিন কিছু না বললেও সভা মঞ্চ থেকে মোদী বলেন, নয়া শিক্ষানীতিতে 'তামিল যুবকরা সুবিধা পাবেন।' এদিকে এদিনের সভা মঞ্চ থেকে তামিলরাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অর্থের যোগান বাড়ানোর দাবি করেন স্ট্যালিন।

ঘরে বাইরে খবর

Latest News

প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.