বাংলা নিউজ > ঘরে বাইরে > Target 2047: শীর্ষে পৌঁছবে দেশ, উন্নয়ন পরিকল্পনায় টপ গিয়ার তোলার পরামর্শ মোদীর

Target 2047: শীর্ষে পৌঁছবে দেশ, উন্নয়ন পরিকল্পনায় টপ গিয়ার তোলার পরামর্শ মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(ANI Photo) (PIB)

২০১৪ সালে জাতীয় সড়েক উন্নতিতে যে অর্থ বিনিয়োগ করা হত বর্তমানে তার দ্বিগুণ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালের আগে মাত্র ৬০০ কিমি রেললাইনে প্রতি বছর বৈদ্যুতিকরণ করা হত। তবে বর্তমানে বছরে ৪০০০ কিমি করে রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়।

রাজীব জয়সওয়াল

২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হবে। সেই নিরিখে একাধিক ক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে উদ্যোগী হয়েছে দেশ। জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০২৩-২৪ এর বাজেটে পরিকাঠামো ও বিনিয়োগের ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। সাতটি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাধীনতার ১০০ বছরকে স্মরণীয় করে রাখতে ২৫ বছরের মধ্যে টার্গেট পূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়েবিনারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে ২০৪৭ সালের মধ্য়ে আমাদের লক্ষ্যপূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন আমাদের গতিকে আরও বৃদ্ধি করতে হবে, একেবারে টপ গিয়ারে চালাতে হবে। 

বাজেট পরবর্তী ক্ষেত্রে বিশ্লেষনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২১ সাল থেকে এই প্রথা চলে আসছে। কেন্দ্রীয় বাজেটে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা রয়েছে তা নিয়েই এই পর্যালোচনা বৈঠক। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্রায় ৭০০ এক্সিকিউটিভ এই ওয়েবিনারে অংশ নিয়েছিলেন। 

কীভাবে কোনও একটি জায়গাকে ফের উন্নত করা যায় সেই প্রসঙ্গে তিনি কচ্ছের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিধ্বংসী ভূকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল কচ্ছ। তিনি জানিয়েছেন সেই সময় উন্নয়নের দুটি পথ খোলা ছিল। একটি হল কুইক ফিক্স সলিউশন। অপরটি হল সার্বিক উন্নয়ন। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলেন। ভবিষ্য়তের কল্যাণের কথা ভেবে তিনি সার্বিক উন্নয়নের উপর জোর দেন। আর তারই পরিণতিতে কচ্ছ আজ অত্যন্ত উন্নত অর্থনৈতিক হাব। 

বিগত সরকারের পিছিয়ে পড়া মানসিকতার সমালোচনা করেন তিনি। সেই সঙ্গেই বর্তমান সরকারের এগিয়ে থাকা মানসিকতার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে জাতীয় সড়েক উন্নতিতে যে অর্থ বিনিয়োগ করা হত বর্তমানে তার দ্বিগুণ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালের আগে মাত্র ৬০০ কিমি রেললাইনে প্রতি বছর বৈদ্যুতিকরণ করা হত। তবে বর্তমানে বছরে ৪০০০ কিমি করে রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়। 

বর্তমানে গরিব মানুষদের জন্য় যে আবাস যোজনার সফল রূপায়ণ করা হচ্ছে তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি দেশে যাতে দক্ষ শ্রমশক্তি তৈরি হয়, দেশের যুব সম্প্রদায় যাতে সব দিক থেকে উন্নত হয় তারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

বন্ধ করুন