রবি কৃষ্ণান খাজুরিয়া
ন্য়াশানাল কনফারেন্স প্রেসিডেন্ট ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সোমবার সাফ জানিয়ে দিলেন কাশ্মীরে খুনোখুনি বন্ধ হবে না যতক্ষণ না দিল্লি ইসলামাবাদের সঙ্গে কথা বলে। ঠিক যেভাবে লাদাখের সমস্যা মেটাতে বেজিংয়ের সঙ্গে কথা বলা হয়।
ফারুক আবদুল্লা বলেন,টার্গেট করে খুন কিছুতেই বন্ধ হবে না যতক্ষণ না ওরা( ভারত-পাকিস্তান) আলোচনায় না বসছেন। আগে তাঁরা(বিজেপি) এই হত্যার জন্য ৩৭০ ধারাকে দায়ী করতেন। এখন সেই ধারা নেই। চারবছর হয়ে গেল সেই ধারা নেই। কিন্তু এখনও মানুষের মৃত্যু হচ্ছে। যদি ৩৭০ ধারাই খুনের জন্য় দায়ী হয় তবে নিরাপরাধ পণ্ডিত পুরণ কৃষাণ ভাটকে কেন খুন করা হয়। এর পেছনে কারণ আছে।৩৭০ ধারা এর জন্য় দায়ী নয়। কারণ সন্ত্রাসবাদকে বাইরে থেকে স্পনসর করা হচ্ছে।
তিনি বলেন, এটা বন্ধ না হলে খুন বন্ধ হবে না। সেনা একলা কিছু পারবে না। আলোচনার মাধ্যমে(পাকিস্তানের সঙ্গে) আমাদের একটা রাস্তা বের করতে হবে।এই যে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ কী পেয়েছে ওরা। শুধু কিছু মৃত্যু!
পাশাপাশি ফারুক আবদুল্লা জানিয়েছেন, যদি চিনকে আমরা বলতে পারি সীমান্ত থেকে সরে যাওয়ার জন্য, তবে কোনও একটা দিশা পাওয়ার জন্য় কেন আমরা ওদের(পাকিস্তান) সঙ্গে আলোচনা করছি না?