দীর্ঘ মেয়াদে বহু ক্ষেত্রেই টাটা গোষ্ঠীর বিভিন্ন শেয়ার ভাল রিটার্ন দিয়েছে। তেমনই একটি শেয়ার হল টাটা Elxsi লিমিটেড। দীর্ঘ মেয়াদে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা রাখতেন, তবে তিনি প্রায় ১২ কোটি টাকা রিটার্ন পেতেন।
1/5টাটা গ্রুপকে 'আশীর্বাদ' বলে উল্লেখ করেছিলেন প্রয়াত শেয়ার বিশারদ রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি নিজে টাটা গ্রুপের শেয়ারে বিনিয়োগ করতেন। তাঁর দেখাদেখি অনেকেই টাটা গ্রুপের শেয়ারে ভরসা করে থাকেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5দীর্ঘ মেয়াদে বহু ক্ষেত্রেই টাটা গোষ্ঠীর বিভিন্ন শেয়ার ভাল রিটার্ন দিয়েছে। তেমনই একটি শেয়ার হল টাটা Elxsi লিমিটেড। দীর্ঘ মেয়াদে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা রাখতেন, তবে তিনি প্রায় ১২ কোটি টাকা রিটার্ন পেতেন। ফাইল ছবি: টাটা (PTI)
3/5Tata Elxsi-র শেষ ত্রৈমাসিকের আর্থিক রিপোর্টও বেশ ভাল। প্রায় ৮১৭.৭০ কোটি টাকার আয়ের রিপোর্ট করেছে সংস্থা। গত অর্থবর্ষেই এই একই ত্রৈমাসিকে ৬৩৫.৪০ কোটি টাকা আয় করেছিল Tata Elxsi । ফলে আগের বছরের তুলনায় প্রায় ২৮.৭০% বেশি আয় করেছে টাটা গোষ্ঠীর এই কোম্পানি। Tata Elxsi-র EBITDA ছিল ২৪৬.৯০ কোটি টাকা। ফাইল ছবি: মিন্ট (PTI)
4/5সোমবার Tata Elxsi-এর শেয়ার ৬,৫৫০ টাকায় ক্লোজ হয়েছে। এটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১০,৭৬০ টাকা থেকে অনেকটাই কম। গত এক বছরে এই শেয়ার ১৩.৯০% হ্রাস পেয়েছে। ছবি: গুগল ফাইন্যান্স (PTI)
5/5মজার বিষয় হল, এই শেয়ারই ১৯৯৬ সালের ১০ এপ্রিল এই Tata Elxsi-এর শেয়ার মাত্র ১০.৬৩ টাকা করে ছিল। হিসাব অনুযায়ী, এই শেয়ারে যদি কেউ সেই সময়ে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, এবং এতদিন তা ধরে রাখতেন, আজ তিনি প্রায় ১২.৫৩ কোটি টাকা রিটার্ন পেতেন। বলাই বাহুল্য, সেই সময়ে থেকে Tata Elxsi-এর ভবিষ্যত বৃদ্ধি এভাবে আন্দাজ করা কার্যত অসম্ভব ছিল। তাছাড়া সেই বাজারে ১ লক্ষ টাকা অনেকটাই বড় অঙ্ক ছিল। গ্রাফ : গুগল ফাইন্যান্স (PTI)