আরও ১২ টি নতুন বিমান ইজারা নেবে Tata অধীনস্থ Air India!
Updated: 05 Dec 2022, 08:08 PM ISTএয়ার ইন্ডিয়াকে নতুন করে গড়ে তোলার জন্য চেষ্টা খামতি রাখছে না টাটা গোষ্ঠী। চলতি বছরের শুরুর দিকে ৩০ টি বিমান লিজ নিয়েছে সংস্থা। তার উপর আবার এই এক ডজন বিমান। এগুলি ২০২৩ সালের শুরুতেই এসে যাবে বলে মনে করা হচ্ছে
পরবর্তী ফটো গ্যালারি