এয়ার ইন্ডিয়া সম্ভবত ৫০টি 737 ম্যাক্স জেটের দৃঢ় অর্ডার দিতে পারে। সব মিলিয়ে মোট ১৫০টি বিমান কেনার কথা ভাবছে তারা।
1/6মোট ১৫০টি বিমান! বোয়িং-কে খুব শীঘ্রই বিশাল অঙ্কের চুক্তি দিতে পারে টাটা গোষ্ঠী। ৭৩৭ বিমানের এই বিশাল অর্ডার নজর কেড়েছে গোটা বিশ্বের। ইকোনমিক টাইমস সূত্রে খবর, বেসরকারিকরণের পর এটিই টাটা অধীনস্থ এয়ার ইন্ডিয়ার বৃহত্তম বিনিয়োগ হতে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/6এয়ার ইন্ডিয়া সম্ভবত ৫০টি 737 ম্যাক্স জেটের দৃঢ় অর্ডার দিতে পারে। সব মিলিয়ে মোট ১৫০টি বিমান কেনার কথা ভাবছে তারা। ফাইল ছবি: রয়টার্স (HT Photo)
3/6চলতি বছরের শুরুতেই টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ করে। তারপর থেকেই দেনার দায়ে জর্জরিত সংস্থার ভোল পাল্টানোর চেষ্টা করছেন নয়া মালিকরা। ফাইল ছবি: এয়ার ইন্ডিয়া (HT Photo)
4/6সেই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ার অন্যতম অংশ হল, আরও 'ফুয়েল এফিসিয়েন্ট' বিমান চালানো। এর মাধ্যমে দেশ তথা আন্তর্জাতিক বাজারে নিজেদের শেয়ার বাড়াতে চাইছে এয়ার ইন্ডিয়া। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে টাটা তাদের ভিস্তারা ব্র্যান্ডকে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিস্তারা হল টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি যৌথ উদ্যোগ। এভিয়েশনে বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বাজার এই দক্ষিণ এশিয়া। আর সেই বাজারেই বাজিমাত করার লক্ষ্য টাটা গোষ্ঠীর। ফাইল ছবি: রয়টার্স (HT Photo)
5/6এই সংযুক্তিকরণের ফলে এয়ার ইন্ডিয়ার বহরে মোট ২১৮টি বিমান এসে যাবে। এর ফলে এটি দেশের বৃহত্তম আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হবে। শুধু তাই নয়, আরও উল্লেখযোগ্য বিষয় হল, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম 'লোকাল ক্যারিয়ারে' পরিণত হবে। ফাইল ছবি: এপি (HT Photo)
6/6এই চুক্তির ফলে সিঙ্গাপুর এয়ার প্রায় ২৫০ মিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করছে। তার ফলে তাদের হাতে ২৫.১% অংশীদারিত্ব থাকবে। আগামী দুই বছরে প্রয়োজন হলে আরও নতুন পুঁজি বিনিয়োগ করতে সম্মত হয়েছে দুই পক্ষই। আর সেটা বাস্তবায়িত হলে সিঙ্গাপুর এয়ার সম্ভাব্য ৬১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে। ফাইল ছবি: এপি (HT Photo)