বাংলা নিউজ > ঘরে বাইরে > Tata Share: শীঘ্রই ২১% উত্থান হতে পারে Tata-র এই শেয়ারের, লগ্নি আছে ঝুনঝুনওয়ালাদের

Tata Share: শীঘ্রই ২১% উত্থান হতে পারে Tata-র এই শেয়ারের, লগ্নি আছে ঝুনঝুনওয়ালাদের

১০ জানুয়ারি ২০২৩-এ দুপুর ১টা নাগাদ টাইটানের শেয়ার দর ছিল ২,৪৬৩ টাকা। CLSA-এর সেট করা টার্গেট প্রাইসের ভিত্তিতে প্রায় ২১%-এরও বেশি শেয়ার দর উঠতে পারে। টাইটানের এই শেয়ার প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালারও পছন্দের ছিল। বর্তমানে তাঁর পরিবারেরও এই শেয়ারে বিপুল বিনিয়োগ রয়েছে।