সিঙ্গাপুরের উড়ান সংস্থা জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার ২৫.১% মালিকানা পাবে। এই চুক্তির অংশ হিসাবে টাটার সঙ্গে SIA-র যৌথ উদ্যোগ ভিস্তারাকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হবে।
1/5এয়ার ইন্ডিয়া এবং এয়ারলাইন ভিস্তারাকে জুড়ে দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স। আর সেই কাজ আগামী ২০২৪ সালের মার্চের মধ্যেই সম্পন্ন হবে। মঙ্গলবার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস(SIA)। এরপরেই এই ঘোষণা করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5সিঙ্গাপুরের উড়ান সংস্থা জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার ২৫.১% মালিকানা পাবে। এই চুক্তির অংশ হিসাবে টাটার সঙ্গে SIA-র যৌথ উদ্যোগ ভিস্তারাকে এয়ার ইন্ডিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/5সিঙ্গাপুর এয়ারলাইনস এবং টাটা FY2022-23 এবং FY2023-24-তে এয়ার ইন্ডিয়ার বৃদ্ধি এবং ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এই মূলধন বিনিয়োগ করবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5এই চুক্তির মাধ্যমে, SIA টাটার সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করবে। বিশেষজ্ঞদের মতে এটি দেশের ধুঁকতে থাকা এভিয়েশন সেক্টরকে কিছুটা হলেও চাঙ্গা করবে। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
5/5এই একত্রীকরণের অংশ হিসাবে, SIA এয়ার ইন্ডিয়াতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। আপাতত এই সংক্রান্ত নিয়ন্ত্রকের অনুমোদনের অপেক্ষামাত্র। তারপরেই ২০২৪ সালের মার্চের মধ্যে একীভূতকরণ হয়ে যাবে। ফাইল ছবি: এএনআই (Reuters)