বাংলা নিউজ > ঘরে বাইরে > TTML Share Dip: এক বছর আগেই ছুটছিল, এখনও সবথেকে সস্তায় বিকোচ্ছে Tata-র এই শেয়ার

TTML Share Dip: এক বছর আগেই ছুটছিল, এখনও সবথেকে সস্তায় বিকোচ্ছে Tata-র এই শেয়ার

টাটার এই শেয়ার এক সময়ে দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তবে সম্ভবত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর অনেকেই এই শেয়ার বিক্রি করে দিয়েছেন। সেল অফের হিড়িকে দাম পড়ে গিয়েছে। অথচ চলতি বছরের শুরুতেই, গত ১১ জানুয়ারি ২০২২-এ এই শেয়ার ২৯১.০৫ টাকায় ট্রেড করছিল।