টাটার এই শেয়ার এক সময়ে দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তবে সম্ভবত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর অনেকেই এই শেয়ার বিক্রি করে দিয়েছেন। সেল অফের হিড়িকে দাম পড়ে গিয়েছে। অথচ চলতি বছরের শুরুতেই, গত ১১ জানুয়ারি ২০২২-এ এই শেয়ার ২৯১.০৫ টাকায় ট্রেড করছিল।
1/5গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে এল টাটা টেলিসার্ভিসেস লিমিটেড(TTML)-এর শেয়ার। শুক্রবার ৮২.৯০ টাকায় নেমে আসে এই শেয়ার। ইন্ট্রাডে-তেই এক লাফে ৫% কমে আসে শেয়ারের দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স এবং পিটিআই) (Reuters & PTI)
2/5টাটার এই শেয়ার এক সময়ে দুর্দান্ত রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তবে সম্ভবত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর পর অনেকেই এই শেয়ার বিক্রি করে দিয়েছেন। সেল অফের হিড়িকে দাম পড়ে গিয়েছে। অথচ চলতি বছরের শুরুতেই, গত ১১ জানুয়ারি ২০২২-এ এই শেয়ার ২৯১.০৫ টাকায় ট্রেড করছিল। সেখান থেকে শেয়ারের দাম প্রায় ৭২% হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters & PTI)
3/5ইয়ার-টু-ডেট হিসাবে, ২০২২ সালে সংস্থার শেয়ার প্রায় ৬১.৭১% কমে গিয়েছে।গত এক বছরে টাটা টেলিসার্ভিসেস লিমিটেডের শেয়ার প্রায় ৪৮.৭৩% হ্রাস পেয়েছে। এর ফলে সংস্থার বাজার মূলধন প্রায় ১৬ হাজার কোটি টাকা কমে গিয়েছে। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Reuters & PTI)
4/5কোনও বিনিয়োগকারী যদি চলতি বছরের শুরুতে এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে এখন তাঁর শেয়ারের পরিমাণ কমে ৩৭ হাজার টাকায় নেমে আসবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters & PTI)
5/5টাটা টেলিসার্ভিসেস লিমিটেড কিন্তু তার নিজস্ব ক্ষেত্রে ভারতের সেরা সংস্থাগুলির মধ্যে অন্যতম। ভয়েস, ডেটা পরিষেবা দেয় এই সংস্থা। বাজার বিষেষজ্ঞদের মতে, চলতি বছর অনেক বড় সংস্থার জন্য স্মার্ট ইন্টারনেট-ভিত্তিক পরিষেবা চালু করেছে তারা। ফলে আগামিদিনে এই শেয়ারের বিষয়ে আশাবাদী তাঁরা। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (Reuters & PTI)