বাংলা নিউজ > ঘরে বাইরে > ৪ ঘণ্টাতেই শনাক্ত হবে ওমিক্রন, ১২ জানুয়ারি থেকে বাজার আসছে নতুন করোনা টেস্ট কিট

৪ ঘণ্টাতেই শনাক্ত হবে ওমিক্রন, ১২ জানুয়ারি থেকে বাজার আসছে নতুন করোনা টেস্ট কিট

ফাইল ছবি : পিটিআই (PTI)

Omisure: আইসিএমআর-এর সাহায্যে টাটাএমডি ওমিশিউওর নামক একটি টেস্ট কিট তৈরি করেছে।

ওমিক্রন শনাক্ত করতে ভারতে একটি নতুন RT-PCR কিটকে অনুমোদন দিল সরকার। ডিসিজিআই এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে। করোনার বাড়বাড়ন্তের মাঝে সরকারের তরফে করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে। তবে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনকে চিহ্নিত করতে এখন লেগে যাচ্ছে দুই দিন। জিনোম সিকোয়েন্সিং ছাড়া চিহ্নিত করা যাচ্ছে না ওমিক্রনকে। এই পরিস্থিতিতে সহজেই ওমিক্রনকে চিহ্নিত করতে আইসিএমআর-এর সাহায্যে টাটাএমডি ওমিশিউওর (Omisure) নামক একটি টেস্ট কিট তৈরি করেছে। সেই কিটটিকেই অনুমোদন দিয়েছে ডিসিজিআই।

সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে এই টেস্ট কিটটি পরীক্ষাগারগুলিকে বিক্রি করা হবে ২৫০ টাকার বিনিময়ে। কোম্পানির তরফে আরও জানানো হয়েছে, ১২ জানুয়ারি থেকে কিটটি বাজারে পাওয়া যাবে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের প্রধান বলরাম ভার্গব বলেন, ‘সুসংবাদটি হল যে ওমিক্রন সনাক্তকারী RT-PCR কিটটি TataMD এবং ICMR-এর অংশীদারিত্বে তৈরি করা হয়েছে এবং ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এর অনুমোদন দিয়েছে৷ এই নতুন কিটটি চার ঘণ্টার মধ্যে ওমিক্রনের শনাক্ত করতে পারে। এর ফলে দেশে জিনোম সিকোয়েন্সিং সংখ্যা বাড়বে।’

আইসিএমআর-এর সিনিয়র ডঃ বিজ্ঞানী নিবেদিতা গুপ্ত এই বিষয়ে বলেন, ‘এই কিটটি এক অর্থে অনন্য। এটি দুটি স্তরে কাজ করে: একটি হল এটি সার্স-কোভ-2 সনাক্ত করে এবং এটির এস জিনের জন্য দুটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যা ওমিক্রনকেও শনাক্ত করে। যদি দুটি এস জিন লক্ষ্যবস্তু আলোকিত হয়, কোভিড পজিটিভ নমুনাটি ওমিক্রন ভেরিয়েন্টের হয়।’

 

বন্ধ করুন