বাংলা নিউজ > ঘরে বাইরে > Tathagata Roy: ‘আমি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া একজন বাঙালি হিন্দু...’, জয়শঙ্কর-নড্ডাকে কোন প্রশ্নবাণ ছুড়লেন তথাগত?

Tathagata Roy: ‘আমি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া একজন বাঙালি হিন্দু...’, জয়শঙ্কর-নড্ডাকে কোন প্রশ্নবাণ ছুড়লেন তথাগত?

জে পি নড্ডা, তথাগত রায় ও এস জয়শঙ্কর (ফাইল ছবি)

তথাগতর অভিযোগ, এই প্রেক্ষাপটে কট্টরপন্থী মুসলমানরা পালটা প্রচার চালাচ্ছে। তারা হিন্দুদের ভয় দেখাচ্ছে এবং একইসঙ্গে সকলকে বোঝানোর চেষ্টা করছে, সেখানে হিন্দুরা খুব ভালো আছে।

দিন কয়েক আগের ঘটনা। রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, বাংলাদেশ নিয়ে পদক্ষেপ করুক ভারত সরকার। প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী - কেউ একজন অন্তত দেশবাসীকে জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কী পদক্ষেপ করছে নয়া দিল্লি!

এমনকী, বাংলাদেশে যাতে রাষ্ট্রসংঘের তরফে শান্তিবাহিনী পাঠানো হয়, ভারত সরকারের পক্ষ থেকে সেই বিষয়েও উদ্যোগী হওয়ার আবেদন জানান মমতা।

আর এবার, বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার এবং কেন্দ্রের প্রধান শাসকদলের অবস্থান জানতে চেয়ে সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপি সভাপতি জে পি নড্ডাকে প্রশ্নবাণ ছুড়লেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়।

শুক্রবার সকালে বাংলাদেশ ইস্যুতে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তথাগত। তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট যে বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানে তিনি মোটেও সন্তুষ্ট নন।

তথাগতর অভিযোগ, 'বাংলাদেশে ইসলাম কট্টরপন্থী ও জঙ্গিদের হাতে হিন্দুদের খুন হতে হচ্ছে, অত্যাচারিত হতে হচ্ছে। অথচ, তা নিয়ে কোনও উচ্চবাচ্যই করছে না ভারত সরকার কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।'

তথাগত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিজেপির একজন প্রাক্তন কার্যকর্তা হিসাবে তাঁর পক্ষে এই পরিস্থিতি মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।

এরপরই বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু তথা সংখ্যালঘু নিপীড়নের জন্য সরাসরি 'আসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, হিজবুত তাহির'-এর মতো ইসলামি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে বিএনপি-র যোগসাজশকে দায়ী করেন তথাগত।

আশঙ্কা প্রকাশ করে তিনি লিখেছেন, 'ওই দেশটি (বাংলাদেশ) খুব দ্রুত একটি তালিবানি রাষ্ট্রে পরিণত হচ্ছে। একটি অরাজক রাষ্ট্রে পরিণত হচ্ছে। হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ জেলায় মহিলাদের বাজারে যাওয়ার উপর নিষেধাজ্ঞা (ফতোয়া) জারি করা হয়েছে। সারা বিশ্ব এদিকে নজর রাখছে। আমেরিকা, ব্রিটেন-সহ অন্যান্য রাষ্ট্র থেকে প্রতিবাদের বার্তা আসছে।'

তথাগতর আরও অভিযোগ, এই প্রেক্ষাপটে কট্টরপন্থী মুসলমানরা পালটা প্রচার চালাচ্ছে। তারা হিন্দুদের ভয় দেখাচ্ছে এবং একইসঙ্গে সকলকে বোঝানোর চেষ্টা করছে, সেখানে হিন্দুরা খুব ভালো আছে।

এরপরই একেবারে ব্যক্তিগত আবেগের জায়গা থেকে সরাসরি ভারতের বিদেশমন্ত্রী এবং বিজেপি সভাপতিকে লক্ষ করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তথাগত রায়। লিখেছেন, 'আমি ব্রিটিশ ভারতে জন্ম নেওয়া একজন বাঙালি হিন্দু। আমার পূর্বপুরুষরা ব্রাহ্মণবেড়িয়া থেকে এসেছিলেন। সেটা এখন বাংলাদেশের অংশ। আমার যন্ত্রণা শুধুমাত্র কল্পনা করাই সম্ভব। এবার কী হবে?'

এই দীর্ঘ পোস্টের একেবারে শেষে তোলা এই প্রশ্নের পরই এস জয়শঙ্কর এবং জে পি নড্ডাকে ট্যাগ করেছেন তথাগত রায়।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী।

পরবর্তী খবর

Latest News

কঙ্গনার ছবি ‘ইমার্জেন্সি’র স্পেশাল স্ক্রিনিংয়ে নীতীন গড়কড়ি! সরকার চাইছে মাদক ধ্বংস করতে, আর দেশের ৭ শতাংশ মানুষ নেশায় বুঁদ হয়ে রয়েছে: শাহ ‘‌দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্রে খুলবে পাসপোর্ট সেবাকেন্দ্র’‌, বড় ঘোষণা মন্ত্রীর কাদের ঘি খেতে নেই? পরের বার খাওয়ার আগে এটি সম্পর্কে ভালো করে জেনে নিন প্রথম W-ODIতে গার্ডেনারের অলরাউন্ড পারফরমেন্স! ইংল্যান্ডকে ৪ উইকেটে হারাল অজিরা কলকাতা থেকে গঙ্গাসাগর, একদিনে গিয়ে-ফিরে আসা সম্ভব? পুরোদমে চেকিং, খুব সাবধান! সুযোগ না পাওয়ায় অবসর নেননি অশ্বিন! এই ক্রিকেটারকে খেলানোয় নেন অবসর! দাবি অরুণের ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন জয়শংকর, ওয়াশিংটনে টিপবেন 'রিসেট বোতাম'? শাহরুখের দেহরক্ষী রবি সিং বছরে ২.৭ কোটি টাকা আয় করে? সলমনের শেরা-র আয় তাহলে কত? মেট্রোয় চড়েই পৌঁছে যাওয়া যাবে ইডেন গার্ডেন্সের ১ নম্বর গেটের সামনে?

IPL 2025 News in Bangla

IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও… হার্দিক-রাহুল নন! চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি বুমরাহ! দল ঘোষণা চলতি মাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.