টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লক্কড় জানালেন, চলতি বছরেই ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৪০ হাজার ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করছে সংস্থা। এদিকে কর্মীদের সমস্ত স্তরে এআই দক্ষতা প্রত্যাশা করা হচ্ছে বলেও জানিয়েছেন মিলিন্দ। সম্প্রতি টাটা কনসাল্টেন্সি সার্ভিসের ত্রৈমাসিক ফলাফল প্রকাশিত হয়েছিল। এরই সঙ্গে ডিভিডেন্ডের ঘোষণা করা হয়েছিল শেয়ার হোল্ডারদের জন্যে। সেই সময় টিসিএস জানিয়ে দিয়েছে, গত ত্রৈমাসিকে ২৫ হাজার অ্যাসোসিয়েটের পদোন্নতি করেছে সংস্থা। সব মিলিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে টিসিএসে ১ লাখ ১০ হাজার প্রোমোশন হয়েছে বলে জানিয়েছেন মিলিন্ড লক্কড়। (আরও পড়ুন: ন্যূনতম EPS পেনশন ৭.৫ গুণ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় বাজেটে? বড় দাবি রিপোর্টে)
আরও পড়ুন: রুশ তেলে আরও কঠোর নিষেধাজ্ঞা আমেরিকার, ভারতের জ্বালানি রফতানিতে লাগবে 'ঝটকা'?
এই নিয়ে টিসিএসের চিফ এইচআর অফিসার মিলিন্দ লক্কড় বলেন, 'এই ত্রৈমাসিকেই আমরা ২৫ হাজার অ্যাসোসিয়েটকে প্রোমোশন দিয়েছি। এর ফলে এই বছরে মোট ১ লাখ ১০ হাজার প্রোমোশন দিয়েছে কোম্পানি। আমরা আমাদের কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়ে চলেছি। আমাদের এই বছরের ক্যাম্পাসিং পরিকল্পনামাফিক চলছে। আগামী বছরে এর থেকেও বেশি সংখ্যক কর্মী নিয়োগ করা হবে ক্যাম্পাসিংয়ে। এর জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি।' (আরও পড়ুন: মহাকুম্ভের ক্যাম্পে স্টিভ জোবসের স্ত্রী লরেন, সঙ্গমে পূণ্যস্নান করবেন ১৪ তারিখ)
আরও পড়ুন: কেরলে ৬ বছর ধরে ৬০ জন ধর্ষণ করেছিল নাবালিকা ক্রীড়াবিদকে! পুলিশের জালে ২৮
এদিকে টিসিএসের ত্রৈমাসিক ফলাফল থেকে জানা গিয়েছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মাঝে সংস্থার মোট কর্মী সংখ্যা কমেছে ৫৩৭০। ২০২৪ সালের সেপ্টেম্বরে দাঁড়িয়ে টাটা কনসাল্টেন্সি সার্ভিসের মোট কর্মী সংখ্যা ছিল ৬ লাখ ১২ হজার ৭২৪। ডিসেম্বরের শেষে তা কমে হয়েছে ৬ লাখ ৭ হাজার ৩৫৪। ২০২৪-২৫ অর্থবর্ষে অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারই প্রথম এমন ত্রৈমাসিক ছিল, যেখানে টিসিএসের মোট কর্মী সংখ্যা কমেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিক মিলিয়ে টিসিএসের মোট কর্মী সংখ্যা বেড়েছিল ১১ হাজার ১৭৮। (আরও পড়ুন: 'আমার স্ত্রী তো...', এবার '৯০ ঘণ্টা কাজ' বিতর্কে 'আদর মাখা' উক্তি পুনাওয়ালার)
আরও পড়ুন: এবার বাংলার আরও এক নয়া রুটে বসতে পারে রেললাইন, শুরু হল সমীক্ষা
এদিকে মিলিন্দ লক্কড় জানান, ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে টিসিএসে 'অ্যাট্রিশন রেট' (কর্মীদের স্বেচ্ছায় সংস্থা ছাড়ার হার) ছিল ১২.৩ শতাংশ। এবং ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে তা সামান্য বেড়ে ১৩ শতাংশ হয়েছে। যদিও এই নিয়ে খুব একটা বেশি উদ্বেগের কারণ নেই বলেই দাবি করেন মিলিন্দ। তাঁর কথায়, 'এই পরিবর্তন অতি সামান্য। আমাদের অস্বস্তির কারণ হবে না এটা। সার্বিক ভাবে দেখতে গেলে আমি আশা করছি আগামী ত্রৈমাসিকগুলিতে আমাদের অ্যাট্রিশন রেট কমবে।'