গত ২০০৪ সালের ২৮ অক্টোবর থেকে টিসিএস প্রায় ৭৭টি ডিভিডেন্ডের ঘোষণা করেছে। গত বছর অক্টোবরে, TCS FY23 অর্থবর্ষের জন্য ইক্যুইটি প্রতি ৮ টাকা করে দ্বিতীয় ইন্টেরিম ডিভিডেন্ড ঘোষণা করেছিল। গত ১২ মাসে, TCS শেয়ার প্রতি সব মিলিয়ে প্রায় ৪৫ টাকা করে ইক্যুইটি ডিভিডেন্ডের ঘোষণা করেছে।
1/6সোমবার চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের(Q3 FY23) আয়ের রিপোর্ট ঘোষণা করেছে TCS। আর সেই সময়েই ডিভিডেন্ড-এর ঘোষণা করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)। সোমবার শেয়ার প্রতি ৭৫ টাকা করে তৃতীয় ইন্টেরিম ডিভিডেন্ডের বিষয়ে ঘোষণা করে সংস্থা। এর মধ্যে FY23-এর জন্য শেয়ার প্রতি ৬৭ টাকার স্পেশাল ডিভিডেন্ডও অন্তর্ভুক্ত। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/6আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩-এ এই তৃতীয় ইন্টেরিম ডিভিডেন্ড এবং স্পেশাল ডিভিডেন্ড পাবেন ইক্যুইটি শেয়ারহোল্ডাররা। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
3/6গত ২০০৪ সালের ২৮ অক্টোবর থেকে টিসিএস প্রায় ৭৭টি ডিভিডেন্ডের ঘোষণা করেছে। গত বছর অক্টোবরে, TCS FY23 অর্থবর্ষের জন্য ইক্যুইটি প্রতি ৮ টাকা করে দ্বিতীয় ইন্টেরিম ডিভিডেন্ড ঘোষণা করেছিল। গত ১২ মাসে, TCS শেয়ার প্রতি সব মিলিয়ে প্রায় ৪৫ টাকা করে ইক্যুইটি ডিভিডেন্ড-এর ঘোষণা করেছে। ট্রেন্ডলাইনের ডেটা বলছে, বর্তমান শেয়ার দরের ভিত্তিতে, মোট ১.৩৯% ডিভিডেন্ড পাচ্ছেন ইক্যুইটি বিনিয়োগকারীরা। ছবি : রয়টার্স (Reuters)
5/6সোমবার ডিসেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট প্রকাশ করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)। এই নিয়ে টানা দ্বিতীয় ত্রৈমাসিকে ১০ হাজার কোটি টাকারও বেশি নেট লাভের রিপোর্ট করেছে সংস্থা। তা সত্ত্বেও এটি পূর্বাভাসের তুলনায় কম। পূর্বাভাস অনুযায়ী ১১,০৪৬ কোটি টাকার স্তরে এই সংখ্যা পৌঁছনোর কথা ছিল। তবে Q3-তে মুনাফা দাঁড়িয়েছে ১০,৮৪৬ কোটি টাকায়। গ্রাফ: গুগল ফাইন্যান্স (Reuters)
6/6 চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থা ৫৮,২২৯ তোটি টাকার আয় করেছে। আগের ত্রৈমাসিক, অর্থাত্ সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় TCS-এর রেভেনিউ ৫.৩% বেড়েছে। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ১৯% বেড়েছে। প্রতীকী ছবি: মিন্ট (Reuters)