বাংলা নিউজ > ঘরে বাইরে > আয়ের রিপোর্টের পরই TCS-এ রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা! কত টাকার লাভ হবে?

আয়ের রিপোর্টের পরই TCS-এ রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা! কত টাকার লাভ হবে?

গত ২০০৪ সালের ২৮ অক্টোবর থেকে টিসিএস প্রায় ৭৭টি ডিভিডেন্ডের ঘোষণা করেছে। গত বছর অক্টোবরে, TCS FY23 অর্থবর্ষের জন্য ইক্যুইটি প্রতি ৮ টাকা করে দ্বিতীয় ইন্টেরিম ডিভিডেন্ড ঘোষণা করেছিল। গত ১২ মাসে, TCS শেয়ার প্রতি সব মিলিয়ে প্রায় ৪৫ টাকা করে ইক্যুইটি ডিভিডেন্ডের ঘোষণা করেছে।