TCS, Infosys Share Drop: চলতি বছর টিসিএস-এর শেয়ার ... more
TCS, Infosys Share Drop: চলতি বছর টিসিএস-এর শেয়ার প্রায় ২১ শতাংশ হ্রাস পেয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুর ৩টে নাগাদ শেয়ারের দাম ৩,০১৫ টাকার আশেপাশে ট্রেড করছে।
1/5ক্রমেই নিম্নমুখী হল TCS এবং ইনফোসিসের শেয়ার। এমনিতেই চলতি বছর আইটি স্টকগুলির সময় ভাল যাচ্ছে না। সম্ভাব্য আন্তর্জাতিক মন্দার আবহে আইটি শেয়ারগুলিতে প্রভাব পড়ছে। চলতি বছর আইটি ইনডেক্সে ২৭%-এরও বেশি পতন হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5চলতি বছর টিসিএস-এর শেয়ার প্রায় ২১ শতাংশ হ্রাস পেয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুর ৩টে নাগাদ শেয়ারের দাম ৩,০১৫ টাকার আশেপাশে ট্রেড করছে। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
3/5টিসিএস-এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন যদিও ২,৯৫৩ টাকা। ফলে তার প্রায় কাছাকাছিই নেমে এসেছে শেয়ার। ফাইল ছবি: টুইটার (Reuters)
5/5ইনফোসিস ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা। সংস্থার স্টক চলতি বছর প্রায় ২৭% কমেছে। ক্রমবর্ধমান ব্যয়ের কারণে সংস্থার অপারেটিং মার্জিন হ্রাস পেয়েছে। সেই কারণে জুন ত্রৈমাসিকের নিট মুনাফা আনুমানিক ৩%-এর তুলনায় কম বৃদ্ধি পেয়েছে৷ আর শেয়ারে তার প্রভাব পড়ছে বলে আন্দাজ পর্যবেক্ষকদের। ছবি: রয়টার্স (Reuters)