TCS Q3 Results: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে স... more
TCS Q3 Results: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থা ৫৮,২২৯ তোটি টাকার আয় করেছে। আগের ত্রৈমাসিক, অর্থাত্ সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় TCS-এর রেভেনিউ ৫.৩% বেড়েছে। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ১৯% বেড়েছে।
1/6ডিসেম্বর ২০২২-এ শেষ হওয়া ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট প্রকাশ করল টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)। এই নিয়ে টানা দ্বিতীয় ত্রৈমাসিকে ১০ হাজার কোটি টাকারও বেশি নেট লাভের রিপোর্ট করেছে সংস্থা। তা সত্ত্বেও এটি পূর্বাভাসের তুলনায় কম। পূর্বাভাস অনুযায়ী ১১,০৪৬ কোটি টাকার স্তরে এই সংখ্যা পৌঁছনোর কথা ছিল। তবে Q3-তে মুনাফা দাঁড়িয়েছে ১০,৮৪৬ কোটি টাকায়। ফাইল ছবি: রয়টার্স (PTI Photo/Shashank Parade)
2/6চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থা ৫৮,২২৯ তোটি টাকার আয় করেছে। আগের ত্রৈমাসিক, অর্থাত্ সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় TCS-এর রেভেনিউ ৫.৩% বেড়েছে। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ১৯% বেড়েছে। ফাইল ছবি: টুইটার (PTI Photo/Shashank Parade)
3/6অপারেটিং প্রফিট বা সুদ এবং কর আরোপের আগের মুনাফা(EBIT) দাঁড়িয়েছে ১৪,২৮৪ কোটি টাকায়। এটি কিন্তু সংস্থার পূর্বাভাস, ১৪,২২২ কোটি টাকারই আসেপাশে। ফাইল ছবি: রয়টার্স (PTI Photo/Shashank Parade)
4/6অক্টোবর-ডিসেম্বর ২০২২ ত্রৈমাসিকে অপারেটিং মার্জিন ছিল ২৪.৫%। এটি গত বছরের তুলনায়(YoY) ০.৫% হ্রাস পেয়েছে। তবে সেপ্টেম্বর ২০২২-এ, অর্থাত্ এর আগের ত্রৈমাসিকে এটি ২৪% ছিল। নেট মার্জিন দাঁড়িয়েছে ১৮.৬% । ফাইল ছবি: পিটিআই (PTI Photo/Shashank Parade)
5/6TCS' বোর্ড শেয়ার প্রতি ৭৫ টাকার তৃতীয় ইন্টেরিম ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে শেয়ার প্রতি ৬৭ টাকার বিশেষ ডিভিডেন্ডও অন্তর্ভুক্ত। ফাইল ছবি: গুগল ফাইন্যন্স (PTI Photo/Shashank Parade)
6/6সোমবার টিসিএস-এর শেয়ার চাঙ্গা হয়েছে। এদিন শেয়ার প্রায় ৩.০৩% বেড়ে ৩,৩০৯ টাকায় ক্লোজ হয়েছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় শেয়ার দর ১৪.৭১% কম রয়েছে। টিসিএস-এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ শেয়ার দর ৪,০৪৩ টাকা করে। ফাইল ছবি: গুগল ফাইন্যান্স (PTI Photo/Shashank Parade)