বাংলা নিউজ > ঘরে বাইরে > TCS Share Fall: হু-হু করে পড়ছে TCS-এর শেয়ার! Q1-এর রিপোর্টে মুনাফা কমার জের!

TCS Share Fall: হু-হু করে পড়ছে TCS-এর শেয়ার! Q1-এর রিপোর্টে মুনাফা কমার জের!

ছবি : রয়টার্স (Reuters)

Q1-এ সংস্থার মুনাফা প্রত্যাশিত হয়নি। সোমবারই ৪.৬% কমে গিয়েছে টিসিএস-এর শেয়ার দর। গতকাল ৩,১১৩.২৫ টাকায় ক্লোজ হয় বাজার। এদিকে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। বাজার বন্ধ হওয়ার সময় টিসিএস-এর শেয়ার দর ০.৯৪% পড়েছে। বর্তমানে দাম দাঁড়িয়েছে ৩,০৮৪ টাকা।

হঠাত্ ছন্দপতন। সোমবার থেকে দ্রুত বেগে নিম্নমুখী টাটা কনসালটেন্সি সার্ভিসেসের শেয়ার দর। টিসিএস-এর Q1-এ অপ্রত্যাশিত রিপোর্টের জেরেই এই পতন বলে মনে করা হচ্ছে। এর আঁচ পেতে শুরু করেছে অন্যান্য আইটি সংস্থাও।

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্দার জেরে ভারতের আইটি সংস্থাগুলির পাইপলাইনে থাকা একাধিক প্রকল্প বিপর্যস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শেয়ার বেচার হিড়িক রয়েছে বিনিয়োগকারীদের একাংশের মধ্যে।

তার মধ্যে Q1-এ সংস্থার মুনাফা প্রত্যাশিত হয়নি। গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় কমেছে মুনাফার হার।

তাছাড়া চলতি ত্রৈমাসিকেও সেভাবে পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন না বিনিয়োগকারীদের একাংশ। ফলে শেয়ার বেচে টাকা তুলে নিচ্ছেন অনেকে। আর তার জেরেই দ্রুত বেগে কমছে টিসিএস-এর শেয়ার।

ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট। ছবি: গুগল ফিন্যান্স
ত্রৈমাসিকের আয়ের রিপোর্ট। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)

সোমবারই ৪.৬% কমে গিয়েছে টিসিএস-এর শেয়ার দর। গ

এদিকে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে থাকে। বাজার বন্ধ হওয়ার সময় টিসিএস-এর শেয়ার দর ০.৯৪% পড়েছে। বর্তমানে দাম দাঁড়িয়েছে ৩,০৮৪ টাকা।

একইভাবে সোমবার আরও বেশ কয়েকটি আইটি সংস্থার শেয়ার দরে পতন হয়েছে:

১. HCL টেকনোলজিস : -০.৯১%

২. ইনফোসিস : -১.৮৯%

৩. টেক মাহিন্দ্রা : -০.৫৬%

৪. উইপ্রো: -০.১০%

NSE-তে IT ইনডেক্স এক ধাক্কায় ৩.১% কমে গিয়েছে।

প্রশ্ন: এখন কম দামে TCS-এর শেয়ার কিনে রাখা উচিত্ হবে?

ইন্ডিয়াচার্টস ডটকমের প্রতিষ্ঠাতা রোহিত শ্রীবাস্তব বলছেন, আইটি স্টকগুলি পরে, অল্প সময়ের জন্য চাঙ্গা হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদের বিষয়ে সেভাবে কিছু বললেন না তিনি।

তাঁর কথায়, 'আইটি স্টকগুলি এখন একটা সংশোধনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই খাতের শেয়ার এতদিন অত্যধিক মাত্রায় বিক্রি হয়েছে। আপাতত স্বল্পমেয়াদী বাউন্স ব্যাকের একটা জায়গা রয়েছে বটে। তবে দীর্ঘমেয়াদী শেয়ার হিসাবে এখন বিনিয়োগ করার কথা আমি বলব না।'

বন্ধ করুন