রাষ্ট্রপতি ভবনে রবিবার সন্ধায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শপথ নিয়েছেন নব নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীরা। এবারের মন্ত্রিসভায় রয়েছেন ৭২ জন মন্ত্রী। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ রামমোহন নাইডু কিঞ্জারাপু, বয়স মাত্র ৩৬ বছর। রামমোহন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইয়েরান নাইডুর ছেলে।
আরও পড়ুন: দেশের সবথেকে ধনী সাংসদ কে জানেন? সম্পত্তি জানলে মাথা ঘুরে যাবে, হচ্ছেন মন্ত্রী
রামমোহন ২০১৪ সাল থেকে টানা তিনবারের জয়ী সংসদ। তিনি অন্ধপ্রদেশের শ্রীকাকুলাম লোকসভা কেন্দ্র থেকে তেলুগু দেশম পার্টির টিকিটে জয়ী হয়েছেন। সর্বকনিষ্ঠ ক্যাবিনেট মন্ত্রী হয়ে তিনি তাঁর বাবার রেকর্ডও ভেঙে দিয়েছেন। উল্লেখ্য,১৯৯৬ সালে তাঁর বাবা যখন প্রথম কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ৩৯ বছর। সেই সময় তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ মন্ত্রী। রামমোহন নাইডু টিডিপির জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন। গত লোকসভায় দলের ফ্লোর লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংসদ হিসেবে অসাধারণ পারফরমেন্সের জন্য ২০২০ সালে তাঁকে সংসদ রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল।
রবিবার তিনি জানান, তাঁর দল এনডিএ জোটের শরিক বিজেপির কাছে এখনও পর্যন্ত কোনও দাবি জানায়নি। তিনি অন্ধপ্রদেশে মুসলিম কোটা সংরক্ষণের জন্য দলের নির্বাচনী প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। আগের দিন টিডিপির মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে বলেন, ‘দীর্ঘদিন পর টিডিপি থেকে কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন। আমরা খুশি। আমাদের কেন্দ্রীয় সরকারের অবিভক্ত মনোযোগ রয়েছে।’ তিনি অন্ধ্রপ্রদেশে উন্নয়ন আনতে এবং অন্ধ্র ও তেলেঙ্গানা জুড়ে তেলুগু জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য দলের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হল সর্বদা অন্ধ্রপ্রদেশের উন্নয়ন করা। অন্ধ বা তেলেঙ্গানা যেখানেই থাকুক না কেন আমরা তেলুগু জনগণের জন্য কাজ করব। আমাদের বিপুল ভোটে নির্বাচিত করা হয়েছে। আমরা নরেন্দ্র মোদীর সহায়তায় অন্ত্রের উন্নয়নের আশা করছি। আমাদের সম্পর্ক এতটাই মজবুচ যে আমরা সঠিক আলোচনার পর সিদ্ধান্ত নেব।’ এর আগে গত ৫ মে টিডিপির সুপ্রিমো চন্দ্রবাবু সাংবাদিকদের বলেছিলেন মুসলমানদের জন্য সংরক্ষণের প্রস্তাব সমর্থন করে তাঁর দল। আগামীতে এই নিয়ে বিজেপির সঙ্গে সংঘাত হয় কিনা, সেটাই দেখার।