বাংলা নিউজ > ঘরে বাইরে > Teachers' Day 2020: অনুপ্রেরণামূলক উক্তির মাধ্যমে পালন করুন বিশেষ দিনটি
অভিভাবকরা শিশুর প্রথম শিক্ষক, তারপর তাদের জীবনে আসেন গুরু বা শিক্ষক। তাঁদের থেকেই জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা শিক্ষা পেয়ে থাকে শিশুরা। পঠন-পাঠনের বাইরেও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা দেন শিক্ষকরা।
সমাজে শিক্ষকদের অবদান যে কতটা গুরুত্বপূর্ণ, তা বারেবারে তুলে ধরেছেন বিখ্যাত ব্যক্তি-মনীষারা। আজ শিক্ষক দিবসে দেখে নিন সেরকমই কয়েকটি অনুপ্রেরণামূলক উক্তি—
- ‘দেশকে যদি দুর্নীতিমুক্ত ও সুন্দর মস্তিষ্কের রাষ্ট্র করে তুলতে হয়, তাহলে আমি মনে করি, সমাজে এমন তিনজন আছেন, যাঁদের অবদান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাঁরা হলেন - বাবা, মা ও শিক্ষক।’ - প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
- ‘শিক্ষার অর্থ শুধুই জ্ঞানের ঝুলি ভরতি করা নয়। বরং এটার সাহায্যে জ্ঞানের শিখা প্রজ্বলিত করা যেতে পারে।’ - উইলিয়াম বাটলার ইয়েটস
- ‘শিশুদের মস্তিষ্কে প্রাকৃতিক কৌতূহল জাগিয়ে তোলাই হল শিক্ষকতার সামগ্রিক ও আসল গুণ। যা পরবর্তীকালে সার্থকতা লাভ করবে।’ - অ্যানাতোলে ফ্রান্স
- ‘সঠিক উত্তর দেওয়ার চেয়ে সঠিক প্রশ্ন সামনে রাখা উন্নতমানের শিক্ষকতার নিদর্শন।’ - জোসেফ আলবার্স
- ‘আমাদের মনে রাখা উচিত, একটি বই, একটি কলম, একটি বাচ্চা এবং একজন শিক্ষক পৃথিবী বদলে ফেলতে পারে’ - মালালা ইউসুফজাই
- ‘নতুন আবিষ্কারে সহায়তা করাই শিক্ষকতার আসল শিল্প।’ – মার্ক ভ্যান ডোরেন
- 'তাঁরা তোমাকে অনুপ্রাণিত করবে, তোমার মনোরঞ্জন করবে, অবশেষে নিজের অজান্তেই তোমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে।' - নিকোলাস স্পার্কস
- 'যখনই তুমি অসাধারণ কিছু খুঁজে পাবে, তখন সেখানে শ্রেষ্ঠ শিক্ষকের আঙুলের ছাপও পাবে।' - আর্নে ডানকান
- ‘ভালোবাসা, উদারতা, সদ্ব্যবহার শেখাও। তার কিছুটা শ্রেণিকক্ষ থেকে বাড়ির দিকে প্রবাহিত হবে। কে বলতে পারে, শিশুরাই তাদের অভিভাবককে শিক্ষিত করে তুলবে।’ - রজার মুরে
- ‘আমি মনে করি শিক্ষকরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সদস্য, কারণ তাঁদের পেশাদারি প্রচেষ্টা পৃথিবীর ভবিষ্যৎকে প্রভাবিত করে।’ - হেলেন ক্যালডিকট
পরবর্তী খবর