বাংলা নিউজ > ঘরে বাইরে > অফিস যাওয়ার পথে গাড়ি দাঁড় করালেন, বললেন ঘুম পাচ্ছে…কেন আত্মহত্যা ইঞ্জিনিয়ারের?

অফিস যাওয়ার পথে গাড়ি দাঁড় করালেন, বললেন ঘুম পাচ্ছে…কেন আত্মহত্যা ইঞ্জিনিয়ারের?

গাড়ি দাঁড় করিয়ে সুইসাইড ইঞ্জিনিয়ারের। প্রতীকী ছবি. (HT FILE PHOTO) (HT_PRINT)

স্থানীয় লোকজনই এরপর পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর গাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

মর্মান্তিক ঘটনা। হার্টের সমস্য়ায় ভুগছিলেন ৫২ বছর বয়সী এক ইঞ্জিনিয়ার। এনিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সোমবার বেঙ্গালুরুতে তিনি আত্মহত্য়া করেছেন বলে খবর।

সোমবার বিকালে কুরুবারাহালি জংশনের কাছে এই ঘটনা। ওই ব্যক্তি মহালক্ষ্মী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, সোমবার তিনি অফিস যাওয়ার জন্য় বের হয়েছিলেন। মহালক্ষ্মী লেআউট পার্কের কাছে তিনি গাড়ি পার্কিং করেন। এরপর তিনি কয়েকজনকে বলেন গাড়়িটা একটু ঢাকব। হেল্প করবেন একটু। এরপর তিনি বলেন, খুব ক্লান্ত লাগছে। আমি একটু ঘুমোতে চাই।

এদিকে স্থানীয় লোকজনই এরপর বিষয়টি আঁচ করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর গাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

এদিকে এরপর পুলিশ তাঁর বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্য়া ছিল। তার চিকিৎসাও চলছিল। কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ক্রমশ।

পুলিশ সূত্রে খবর, তিনি বার বার গুগলে দেখতেন হৃদযন্ত্রের সমস্যা থাকলে ঠিক কী ধরনের চিকিৎসা করাতে হয়। এতে পরিবারকে কী ধরনের সমস্যায় পড়তে হয়। এসবই তিনি দেখার চেষ্টা করতেন।

পুলিশের ডেপুটি কমিশনার বিনায়ক পাতিল জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্য়া তিনি ভুগছিলেন। তাঁর আত্মহত্যার প্রবনতা তৈরি হয়েছে বলেও তিনি মাঝেমধ্যে জানাতেন।

পুলিশ সূত্রে খবর, তিনি অফিস যাওয়ার জন্য় বেরিয়েছিলেন। পার্কের কাছে গাড়িটা দাঁড় করান। এরপর গাড়়িটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার জন্য অনুরোধ করেন পাবলিককে। এরপর সম্ভবত তিনি নাইট্রোজেন গ্যাস খেয়েছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.