বাংলা নিউজ > ঘরে বাইরে > Lalu Prasad Yadav-Nitish Kumar: লালুর সঙ্গে এ কে? ‘কাকা’র কয়েক দশক পুরোনো ছবি পোস্ট তেজ প্রতাপের

Lalu Prasad Yadav-Nitish Kumar: লালুর সঙ্গে এ কে? ‘কাকা’র কয়েক দশক পুরোনো ছবি পোস্ট তেজ প্রতাপের

নীতীশ কুমার এবং লালু প্রসাদ যাদব 

নতুন সরকারের বয়স এখনও এক সপ্তাহ হয়নি। এরই মাঝে নিজেদের দলের রসায়ন বোঝাতে এই জোটের কারিগর নীতীশ এবং লালুর একটি বহু দশক পুরোনো ছবি পোস্ট করলেন তেজ প্রতাপ যাদব।

বিহারে ফের ‘চাচা-ভাতিজা’ সরকার গঠন হয়েছে। একদা বিহারের রাজনীতিতে সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ফের হাত মিলিয়েছে। এর নেপথ্যে রয়েছে নীতীশ কুমার এবং লালু প্রসাদ যাদব। জানা গিয়েছে, বিহারের পালাবদল নিয়ে বিগত দুই মাস ধরে আলোচনা চলছিল লালু প্রসাদ যাদব, নীতীশ কুমার এবং কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতাদের। নতুন সরকারের বয়স অবশ্য এখনও এক সপ্তাহ হয়নি। এরই মাঝে নিজেদের দলের রসায়ন বোঝাতে এই জোটের কারিগর নীতীশ এবং লালুর একটি বহু দশক পুরোনো ছবি পোস্ট করলেন তেজ প্রতাপ যাদব।

এর আগে বিহারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো তেজ প্রতাপ একটি সাদাকালো ছবি পোস্ট করেন। তাতে লালু প্রসাদ এবং নীতীশ কুমার রয়েছেন। লালুর তখন বয়স কম। তিনি রোগা। নীতীশের চুল, দাড়ি সব কালো। দুই নেতা একসঙ্গে দাঁড়িয়ে হাসছেন। লালু নীতীশের পিঠে হাত রেখেছেন। এই রয়েছে ছবিতে। ছবিটি পোস্ট করে তেজ প্রতাপ লেখেন, ‘যখন পরিবারে কেউ আপনাকে সমর্থন করে না, তখনও আপনার ভাই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে।’

আরও পড়ুন: ‘হিন্দু রাষ্ট্রে’র নয়া ‘সংবিধান’ তৈরি করছেন সাধুরা, বদলে যাবে ভারতের রাজধানীও!

বিজেপি-জেডিইউ দূরত্ব তৈরির বিষয়টি বেশ কয়েকদিন ধরেই নজরে এসেছিল রাজনৈতিক বিশ্লেষকদের। অগ্নিপথ থেকে জাতিশুমারির মতো ইস্যুগুলিতে বিরোধী আরজেডির সুরে সুর মেলাতে শোনা গিয়েছিল জেডিইউ-কে। গত এপ্রিল মাসে আরজেডির ইফতার পার্টিতেও দেখা গিয়েছিল নীতীশ কুমারকে। এই আবহে গত মঙ্গলবার রাতারাতি এনডিএ-র সরকার পড়ে যায় বিহারে। সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই আরজেডি, কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের দাবি জানান নীতীশ। পরে অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ। তবে এই গোটা ঘটনাপ্রবাহের চিত্রনাট্য লেখা হচ্ছিল গত দুই মাস ধরে।

এর আগে গত ২২ এপ্রিল রাবড়িদেবীর বাসভবনে ইফতার পার্টির পর লালু পুত্র তথা আরজেডি বিধায়ক তেজ প্রতাপ যাদব দাবি করেছিলেন যে আরজেডি শীঘ্রই সরকার গঠন করতে চলেছে বিহারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিহারের এক প্রাক্তন মন্ত্রী হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ১৫ দিন আগেই ‘চুক্তি’ চূড়ান্ত হয়েছিল নীতীশ ও লালুর মধ্যে। তিনি আরও জানান, বিগত দুই মাস ধরেই গোপনে আলোচনা চলছিল তিন দলের শীর্ষ নেতাদের মধ্যে।

বন্ধ করুন