বাংলা নিউজ > ঘরে বাইরে > Tejaswi Yadav: 'ঠেঙ্গা মিলা হ্যায়'! বোনের গয়না খুলে তল্লাশিতে 'উদ্ধার' হিসাবে দেখানো হয়েছে, ইডি নিয়ে দাবি তেজস্বীর

Tejaswi Yadav: 'ঠেঙ্গা মিলা হ্যায়'! বোনের গয়না খুলে তল্লাশিতে 'উদ্ধার' হিসাবে দেখানো হয়েছে, ইডি নিয়ে দাবি তেজস্বীর

তেজস্বী যাদব।(PTI Photo) (PTI03_05_2023_000064B) (PTI)

বিহারের উপমুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিবাহিত বোনের গা থেকে গয়না খুলে নেওয়া হয় আর তা তল্লাশিতে উদ্ধার হিসাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, বোনের শ্বশুরবাড়ির সদস্যদের গয়না নিয়েও তার ছবি তুলে দেখানো হয়েছে যে ওই গয়না উদ্ধার হয়েছে তল্লাশিতে।

জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে চসছে ইডির তল্লাশি অভিযান। সদ্য বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলেছে। একাধিক রাজ্যে সেই তল্লাশি অভিযান চলেছে। এদিকে, তেজস্বীর অভিযোগ, তাঁর বোনের গায়ের গয়না খুলে নিয়ে সেই গয়নাকে ‘উদ্ধার’ হওয়া সামগ্রী হিসাবে দেখানো হয়েছে।

তাঁর পরিবারের সদস্যদের বাড়িতে ইডির হানার পর তেজস্বী যাদব ক্ষোভের সুরে ইডির বিরুদ্ধে তোপ দাগেন। কটাক্ষের সুরে বলেন, ‘ঠেঙ্গা মিলা হ্যায়’। যে জমির বিনিময়ে রেলে চাকরি ইস্যুতে দায়ের মামলাকে ইডি বলছে ৬০০ কোটি টাকা পর্যন্ত দুর্নীতি হয়েছে, সেখানে মামলা ঘিরে ইডি ও কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব তেজস্বী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজেডি প্রধান তেজস্বী যাদব বলেন,'২০১৭ সালে তারা একই স্টাইলে কাজ করেছে…সবাই বলছে আমার দিক থেকে অনেক সম্পত্তি উদ্ধার হয়েছে.. ঠেঙ্গা মিলা হ্যায়। আমি চ্যালেঞ্জ করতে পারি তাদের। তারা প্রথমে বলেন বেনামি, এখন কী বলবেন? ‘ তেজস্বীর দাবি, তাঁর দিল্লির বাড়িতে আধ ঘণ্টার মধ্যে ইডি তল্লাশি শেষ করে ফেলে। তবে উর্ধ্বতন অফিসারদের কাছ থেকে ’ক্লিয়ারেন্স' আসার অপেক্ষায় তাঁরা তেজস্বীর বাড়িতে বসেছিলেন বলে দাবি করেন বিহারের উপমুখ্যমন্ত্রী। বিহারের উপমুখ্যমন্ত্রীর দাবি, তাঁর বিবাহিত বোনের গা থেকে গয়না খুলে নেওয়া হয় আর তা তল্লাশিতে উদ্ধার হিসাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, বোনের শ্বশুরবাড়ির সদস্যদের গয়না নিয়েও তার ছবি তুলে দেখানো হয়েছে যে ওই গয়না উদ্ধার হয়েছে তল্লাশিতে। ( ফের বিদ্যুৎ সংকটে পাকিস্তান! করাচির ৪০ শতাংশ ডুবে গেল অন্ধকারে, কী ঘটেছে?)

তেজস্বী বলছেন,' স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোন বা অন্য কেউ, পরিচালক একই স্ক্রিপ্ট রিপিট করেন এই এজেন্সিগুলির জন্য। এটা পাল্টানো দরকার।' একই সঙ্গে তেজস্বী যাদব বলেন, ‘আমরা বিজেপি ও আরএসএস নই। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমরা আসল রাজনীতি করি। রয়েছে জনসমর্থ ও দৃঢ় বিশ্বাস। কিন্তু ওঁরা ভয় পেয়েছেন, পালাতে চাইছেন রাজনৈতিক যুদ্ধ থেকে। ’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন