ভারতে কয়েকটি প্রান্তে মেঘভাঙা বৃষ্টির পিছনে বিদেশি রাষ্ট্রের চক্রান্ত থাকতে পারে। এমনই দাবি করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেইসঙ্গে তিনি দাবি করলেন, তাঁর কাছে ভাসাভাসা খবর আছে যে গোদাবরী উপত্যকায় একইরকমভাবে মেঘভাঙা বৃষ্টি চক্রান্ত করা হচ্ছে।
আরও পড়ুন: Assam Flood: ১৯৫ জনের মৃত্যু,৩৭জন নিখোঁজ, অসমের বন্যায় ক্ষতির খতিয়ান দিলেন CM
রবিবার ভদ্রাদ্রি-কোঠাগুদেম জেলার বন্যা-কবলিত ভদ্রচলম টাউনে আসেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী। 'টেম্পল টাউন'-এ বন্যা রোখার স্থায়ী পরিকল্পনার জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন। তারইমধ্যে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, 'মেঘভাঙা বৃষ্টি নামে নয়া একটি পদ্ধতি এসেছে। অনেকেই বলছেন যে সেটার পিছনে ষড়যন্ত্র আছে। আমরা জানি না, সেটার পিছনে কতটা সত্যতা আছে। কয়েকটি বিদেশি রাষ্ট্র আগে ওরা (ষড়যন্ত্রকারীরা) সেটা লেহতে করেছিল। তারপর উত্তরাখণ্ডে করেছিল। আমরা ভাসা-ভাসা খবর পেয়েছি যে ওরা গোদাবরী উপত্যকায় একই কাজ করবে (মেঘভাঙা বৃষ্টি)।’
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর ভাষণের একটি ভিডিয়োও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য। সেখানে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। মালব্য বলেছেন, ‘প্রখ্যাত বিজ্ঞানী কে চন্দ্রশেখর রাও বলেছেন যে গোদাবরী এলাকায় মেঘভাঙা বৃষ্টির পিছনে বৈদেশিক ষড়যন্ত্র আছে। (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন প্রতিপক্ষ। লোকজন এরকম অজুহাত তখনই খাড়া করে যখন তাঁদের শস্যবিমা প্রকল্প থাকে না প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কার্যকর করেন না।’