তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি পদ্ম পুরস্কারপ্রাপ্তদের কেন্দ্রের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই পুরস্কারের জন্য রাজ্য সরকারের সুপারিশ করা নামগুলিকে বিবেচনা করেনি কেন্দ্র। তিনি আরও দাবি করেছেন, এমনটা করে তেলাঙ্গানার মানুষকে অপমান করা হয়েছে। এবিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: রাজ্য়ের বিশ্ববিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান করতেন আদানি, সেই টাকা 'ব্লক' করলেন CM
মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি শনিবার বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের পাঠানো তেলাঙ্গানার বিশিষ্ঠ ব্যক্তিদের নাম পদ্ম পুরস্কারের জন্য বিবেচনা না করেছে রাজ্যটির চার কোটি মানুষের সঙ্গে অপমান করেছেন। তাঁর মতে, এরকম করে তেলাঙ্গানার প্রতি অবিচার করা হয়েছে।
মুখ্যমন্ত্রী এই বৈষম্যের জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পদ্ম পুরস্কার ঘোষণার পর শনিবার মুখ্যমন্ত্রী রেভন্থ রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই প্রধানমন্ত্রীকে এবিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, তেলেঙ্গানা থেকে মাত্র দুজন পদ্ম পুরস্কার পেয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে ডি নাগেশ্বর রেড্ডি পেয়েছেন পদ্মবিভূষণ এবং জন সচেতনতায় মান্দা কৃষ্ণ মাদিগা পেয়েছেন পদ্মশ্রী।
মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকার বল্লাদির গদ্দার (মরণোত্তর পদ্মবিভূষণের জন্য প্রস্তাব করা হয়েছিল), বিশিষ্ট শিক্ষাবিদ আইআইটি গুরু ওরফে চুক্কা রামাইয়া (পদ্মভূষণের জন্য), কবি এবং গীতিকার আন্দেসরির মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম বিবেচনা করেনি। এছাড়া, কবি গোরাটি ভেঙ্কন্না (পদ্মশ্রীর জন্য) এবং কবি ও ইতিহাসবিদ জয়ধীর তিরুমালা রাওয়ের (পদ্মশ্রীর জন্য) নাম রাজ্য সরকার প্রস্তাব করেছিল। তাদের এই পুরস্কার দেওয়া হয়নি।
মুখ্যমন্ত্রী বলেন, গদ্দার, চুক্কা রামাইয়া, আন্দেসরি এবং গোরাটি ভেঙ্কন্নাকে বিভিন্ন ক্ষেত্রে তেলেঙ্গানা সমাজের জন্য বিশিষ্ট সেবা প্রদান করেছেন। তাদের স্বীকৃতি না দিয়ে তেলেঙ্গানার আপামর জনগণের আত্মসম্মানে আঘাত করা হয়েছে । মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় সরকার, যে ১৩৯ জনকে পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই জায়গায় তেলাঙ্গানাকে কমপক্ষে পাঁচটি পদ্ম পুরস্কার ঘোষণা করা উচিত ছিল। কিন্তু, তা করা হয়নি।