হনুমানের হানায় মৃত্যু হল এক মহিলার। ভয়াবহ ঘটনা হায়দরাবাদের রামারেড্ডি গ্রামে। ওই বৃদ্ধার বয়স ৭০ বছর। অন্তত ২০টি হনুমান ঝাঁপিয়ে পড়েছিল ওই বৃ্দ্ধার উপর। ঠিক কীভাবে হল ঘটনাটি?
সূত্রের খবর, ওই মহিলা শুক্রবার তার বাড়িতে বাসন মাজছিলেন। তার মেয়ে সুগুনা কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেকারণে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা।সেই সময় হনুমানের দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। তিনি চিৎকার করে উঠেছিলেন। কিন্তু ততক্ষণে সব শেষ। তবে প্রতিবেশীরা তাকে বাঁচাতে এসেছিলেন। কিন্তু হনুমানের দল তাদের উপরও আক্রমণ করার চেষ্টা করে। এরপর তারা আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে ধীরে ধীরে হনুমানের দল পালিয়ে যায়। ওই বৃদ্ধা বুকে, পিঠে, হাতে মারাত্মক আঘাত লাগে।
এদিকে তার মেয়ে বিয়েবাড়ি থেকে ফিরে আসার পরে জানতে পারেন তার মা মেঝেতে শুয়ে রয়েছেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাকে।
তবে এবারই প্রথম নয়। এর আগে উত্তরপ্রদেশে এক মহিলাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল হনুমানের দল। তখনই তিনি ছাদ থেকে পড়ে যান। সেখানেই মৃত্যু হয়েছিল তার। মুন্নি নামে ওই মহিলা জামাকাপড় শুকানোর জন্য় ছাদে গিয়েছিলেন। সেখানে হনুমানে তাড়া করে তাকে। হনুমানের দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ছাদ থেকে তিনি নীচে পড়ে যান। পালাতে গিয়েছিলেন তিনি। তখনই তিনি ছাদ থেকে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল।
ফের সেই হনুমানের হানায় মৃত্যু হল বৃদ্ধার। হায়দরাবাদের ঘটনা। মাঝেমধ্য়েই এলাকায় হনুমানের হানা হয়। তবে পরিস্থিতি যে এমন হয়ে যাবে তা বুঝতে পারেননি কেউ। মেয়ে এসে দেখেন মা মেঝেতে পড়ে রয়েছেন। হনুমানে দল তার শরীরের বিভিন্ন অংশে আঁচড়ে, কামড়ে দিয়েছে। বৃদ্ধ শরীরে তিনি এই আঘাত সহ্য করতে পারেননি।