বাংলা নিউজ > ঘরে বাইরে > আপনার ভাগ্য কোন পথে, জানাবে ললাটরেখা

আপনার ভাগ্য কোন পথে, জানাবে ললাটরেখা

কপালের রেখা গণনা করে ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়।

সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী ব্যক্তির বিভিন্ন অঙ্গের রেখার সাহায্যে তার ভবিষ্যৎ সম্পর্কে জানা যেতে পারে।

সামুদ্রিক শাস্ত্রকে জ্যোতিষ শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী ব্যক্তির বিভিন্ন অঙ্গের রেখার সাহায্যে তার ভবিষ্যৎ সম্পর্কে জানা যেতে পারে। সামুদ্রিক শাস্ত্রের সাহায্যে আজ জানুন ব্যক্তি সম্পর্কে কি বলে তার কপালের রেখা:

* কপালের স্পষ্ট রেখা- সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী ব্যক্তির কপালের রেখা যদি স্পষ্ট হয়, তাহলে সেই ব্যক্তি সুখী এবং দীর্ঘায়ু হন।

* ছিন্নভিন্ন রেখা- সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, যে ব্যক্তির কপালের রেখা ছিন্নভিন্ন, তিনি দুঃখী থাকেন।

* যে ব্যক্তির কপালে উদ্ধব রেখা ত্রিশূল এবং স্বস্তিকের মতো চিহ্ন তৈরি হয়, তাঁরা সুখময় জীবন যাপন করেন। এমন ব্যক্তির জীবনে কোনও সমস্যা থাকে না।

* সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির মাথা ছোট তাঁরা সহজে সাফল্য লাভ করতে পারেন না। এমন ব্যক্তিদের সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হয়।

* যে ব্যক্তির মাথা নিচে থেকে ওপরের দিকে ওঠে তাঁরা ধৈর্যশীল, ধনী এবং মেধাবী হন। এমন ব্যক্তির বৈবাহিক জীবন সুখী হয়।

* যে ব্যক্তির মাথায় চাঁদের চিহ্ন অঙ্কিত থাকে তাঁরা ভাগ্যশালী হন। অধিকাংশ ক্ষেত্রে এমন ব্যক্তি সন্ন্যাসী, উপদেশক বা যোগী হন।

* সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির মাথায় কোনও রেখা থাকে না, তাঁরা ধনী হন। এমন ব্যক্তি দীর্ঘায়ু হন।

* এই শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তির মাথা ওপরের দিকে উঠে থাকে এবং নিচের দিকে ঝুঁকে থাকে, তাঁরা উচ্চপদে কর্মরত থাকেন।

* সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে ব্যক্তি প্রশস্ত মস্তিষ্কের অধিকারী, তাঁরা সন্তানের কারণে সুখী হন। এমন ব্যক্তির সন্তান পরিশ্রমী এবং ভাগ্যশালী হয়।

 

ঘরে বাইরে খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.