ঝাড়খণ্ডে এক্সাইজ কনস্টেবল শারীরিক পরীক্ষার সময় কয়েকজন চাকরিপ্রার্থীর মৃত্যু হল। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা অবশ্য নির্দিষ্টভাবে ঝাড়খণ্ড পুলিশের তরফে কিছু জানানো হয়নি। বিজেপির দাবি, কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ড বিজেপির সভাপতি বাবুলাল মারান্ডি অভিযোগ করেছেন যে চাকরিপ্রার্থীদের মধ্যরাত থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর পরদিন প্রবল রোদের মধ্যে তাঁদের দৌড়াতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে চিকিৎসার জন্য পর্যাপ্ত বন্দোবস্তও ছিল না। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। কীভাবে প্রার্থীদের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে। দায়ের করা হয়েছে একটি মামলাও।
কী কারণে মৃত্যু হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, দাবি পুলিশের
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে যে ঝাড়খণ্ডের এক্সাইজ কনস্টেবলে নিয়োগের জন্য শারীরিক দক্ষতার পরীক্ষা চলছিল। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম এবং সাহেবগঞ্জ জেলায় পরীক্ষা নেওয়া হচ্ছিল। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শারীরিক সক্ষমতার পরীক্ষারর সময় কয়েকটি কেন্দ্রের কয়েকজন প্রার্থীর মৃত্যু হয়েছে। সেই বিষয়টি নিয়ে একটি মামলা রুজু করা হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
'রাতভর লাইনে, সকালে চড়া রোদে দৌড়াতে হয়'
কীভাবে ওই প্রার্থীদের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিস্ফোরক দাবি করেছেন ঝাড়খণ্ড বিজেপির সভাপতি। তিনি অভিযোগ করেছেন, 'মধ্যরাত থেকে প্রার্থীদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল। পরদিন সকালে তাঁদের চড়া রোদে দৌ়ড়াতে বাধ্য করা হয়। যে যে কেন্দ্রে নিয়োগ পরীক্ষা চলছিল, সেখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।'
বিচারচবিভাগীয় তদন্তের দাবি বিজেপির
সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে মৃত চাকরিপ্রার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ারও দাবি তুলেছেন ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি। তাঁর কথায়, 'সরকারের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা উচিত। চাকরিপ্রার্থীদের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া উচিত সরকারের। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বিচারবিভাগীয় তদন্ত করা উচিত।'
ওষুধ, অ্যাম্বুলেন্স - সব ছিল, দাবি পুলিশের
বিজেপি সভাপতির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে পুলিশ। একটি বিবৃতিতে পুলিশের তরফে জানানো দাবি করা হয়েছে, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা ছিল। রাখা হয়েছিল মেডিক্যাল টিম, ওষুধ, অ্যাম্বুলেন্স এবং পানীয় জল।