বাংলা নিউজ > ঘরে বাইরে > Terrorists Killed in Encounter in Kashmir: শনির সকালে জোড়া এনকাউন্টার, কাশ্মীরে সাফল্য সেনার, খতম একাধিক জঙ্গি

Terrorists Killed in Encounter in Kashmir: শনির সকালে জোড়া এনকাউন্টার, কাশ্মীরে সাফল্য সেনার, খতম একাধিক জঙ্গি

শনির সকালে জোড়া এনকাউন্টার, কাশ্মীরে সাফল্য সেনার, খতম একাধিক জঙ্গি (PTI)

আজ ভোররাতে রাজৌরিতে কান্দি জঙ্গলে জঙ্গিদের ডেরার খোঁজ পায় সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। আরও এক জঙ্গি এই এনকাউন্টারে জখম হয়েছে। এদিকে আজ সকাল থেকেই বারামুল্লায় একটি পৃথক গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় এক জঙ্গি।

গত ২০ এপ্রিল সেনার এক ট্রাকে হামলা চালিয়ে ৫ জওয়ানকে খুন করেছিল জঙ্গিরা। এরপর থেকেই অশান্ত রাজৌরি। এই জঙ্গিদের ধরতে গতকালও একটি অভিযান চালানো হয়েছিল রাজৌরির কান্দি জঙ্গলে। তবে সেই অভিযানে ৫ সেনাকর্মী শহিদ হয়েছিলেন। তবে তাতে পিছপা হয়নি সেনা। তল্লাশি জারি থেকেছে। এই আবহে আজ ভোররাতে জঙ্গিদের ডেরার খোঁজ পায় সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে খতম হয়েছে এক জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, আরও একটি জঙ্গি এই এনকাউন্টারে জখম হয়েছে। এদিকে আজ সকাল থেকেই বারামুল্লায় একটি পৃথক গুলির লড়াই শুরু হয়। সেই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় এক জঙ্গি। জানা গিয়েছে কারহামা কুঞ্জের এলাকায় সেই এনকাউন্টারটি হয়।

উল্লেখ্য, শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকায় এনকাউন্টার চলাকালীন জঙ্গিদের আইইডি বিস্ফোরণে শহিদ হন পাঁচ জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, গত ২০ এপ্রিল যে জঙ্গিরা পুঞ্চ এলাকায় সেনার গাড়িতে হামলা চালিয়েছিল তারাই গতকাল রাজৌরির কান্দি এলাকায় বোমা হামলা করেছিল। সেই জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি থাকে। এই আবহে আজ ভোররাত ১টা ১৫ মিনিট নাগাদ জঙ্গিদের খোঁজ পান জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। এদিকে গতকালকের আইইডি বিস্ফোরণ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, 'নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজৌরি সেক্টরের কান্দি এলাকায় অভিযানে নামে সেনা। জানা যায়, একটি গুহার মধ্যে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে সেই জঙ্গিদের ধরতে মরিয়া চেষ্টা চালান সেনা জওয়ানরা। সেই সময়ই জঙ্গিদের আইইডি বিস্ফোরণে দুই সেনাকর্মীর মৃত্যু হয়। গুরুতর ভাবে জখম হন আরও তিনজন। আহতদের দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়।' উল্লেখ্য, শহিদ জওয়ানদের মধ্যে অন্যতম হলেন দার্জিলিঙের সিদ্ধান্ত ছেত্রী।

এদিকে বারামুল্লার এনকাউন্টার সম্পর্কে সেখানকার এসএসপি আমোদ অশোক নাগপুরী আজ বলেন, 'আমরা একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পাই যে কুঞ্জের থানার অন্তর্গত করহামা গ্রামে কিছু সন্দেহজনক গতিবিধি হচ্ছে। সেই সম্পর্কে তথ্য পেতেই আমরা অভিযানের সিদ্ধান্ত নিই। বারামুল্লা পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ দল এলাকা ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে। অপারেশন চলাকালীন নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালানো হয় এবং এরপর জওয়ানরাও পালটা গুলিবর্ষণ করেন। তাতে লস্কর-ই-তৈবার এক জঙ্গি নিহত হয়।' তিনি আরও বলেন, 'জি২০ সম্মেলনের কথা মাথায় রেখে আমাদের জওয়ানরা চোখ কান খোলা রেখেছেন। সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দমন করে সফল ভাবে জি২০ সম্মেলন আয়োজিত হবে এখানে।'

 

ঘরে বাইরে খবর

Latest News

'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.