বাংলা নিউজ > ঘরে বাইরে > TeT: আরও সরলীকরণ হচ্ছে টেটের নিয়মে, জেনে নিন কোন যোগ্যতায় বসা যাবে পরীক্ষায়…

TeT: আরও সরলীকরণ হচ্ছে টেটের নিয়মে, জেনে নিন কোন যোগ্যতায় বসা যাবে পরীক্ষায়…

Primary TET 2022 Notice: এবার টেটের মাধ্যমে ১১,০০০ শূন্যপদ পূরণ করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

১১ হাজার শূন্য় পদে শিক্ষক নিয়োগের তোড়়জোড় শুরু করেছে পর্ষদ। তবে এবার যাতে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করছে পর্ষদ। সেকারণেই যোগ্যতামানের ক্ষেত্রে আরও সরলীকরণ করা হচ্ছে এবার।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জারি করা হল নয়া নির্দেশিকা। সেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, শুধু ২০২০-২২ শিক্ষাবর্ষেই নয়, পরবর্তী শিক্ষাবর্ষগুলিতেও যারা ডিএলএড বা বিএডে ভর্তি হয়েছেন তারাও প্রাথমিকের টেট দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এবার এই পরীক্ষাকে ঘিরে যাতে আইনি জটিলতা তৈরি না হয় সেব্যাপারে সবরকমভাবে সতর্ক রয়েছে পর্ষদ। ন্যাশানাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় বিধি মেনেই এবার টেট পরীক্ষা নেওয়া হবে। তবে এই সরলীকরণ ও যোগ্যতায় ছাড়ের জেরে পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে টেট পাশ করার পরেও বহু চাকরিপ্রার্থীর সঙ্গে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ। ঘুরপথে অযোগ্যরা চাকরি হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ। তবে এবার পর্ষদের নয়া সভাপতি গৌতম পাল অবশ্য জানিয়েছেন, নিয়ম মেনে বছরে দুবার করে টেট নেওয়ার চেষ্টা করা হবে। কোনও টেট পাশ করা চাকরিপ্রার্থী যাতে বসে না থাকেন সেব্যাপারেও আশ্বাস দিয়েছেন তিনি। ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণদের আবেদন করার ব্যাপারে অনুরোধ করেছেন পর্ষদ সভাপতি। 

আগামী ২১ অক্টোবর থেকে নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছে পর্ষদ। ১১ হাজার শূন্য় পদে শিক্ষক নিয়োগের তোড়়জোড় শুরু করেছে পর্ষদ। তবে এবার যাতে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করছে পর্ষদ। সেকারণেই যোগ্যতামানের ক্ষেত্রে আরও সরলীকরণ করা হচ্ছে এবার। আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

 

বন্ধ করুন