বাংলা নিউজ > ঘরে বাইরে > ছুটতে গিয়ে হার্ট অ্যাটাক থাইল্যান্ডের রাজকুমারীর, সিংহাসনে বসার কথা ছিল তাঁরই

ছুটতে গিয়ে হার্ট অ্যাটাক থাইল্যান্ডের রাজকুমারীর, সিংহাসনে বসার কথা ছিল তাঁরই

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। তিনি এবার সিংহাসনে বসতেন। কিন্ত দ্য় মিররের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে তাঁর হার্ট অ্য়াটাক হয়েছে।

সাংবাদিক টুইট করে জানিয়েছেন, সোর্স বলছে রাজকুমারী আবার ফিরে আসবেন কি না সেই সম্ভবনা অত্যন্ত ক্ষীণ। তবে সপ্তাহখানেক ধরে তাঁকে একমো সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে। এক মাসও এভাবে রাখা যায়।

মল্লিকা সোনি

থাইল্যান্ডের রাজকুমারী বজ্রকিতিয়াভা। তিনি এবার সিংহাসনে বসতেন। কিন্ত দ্য় মিররের রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে তাঁর হার্ট অ্য়াটাক হয়েছে। তাঁকে দেখতে খাও ইয়াই এলাকায় হেলিকপ্টারে উড়ে গিয়েছেন রাজা বজ্রলঙ্কন। কীভাবে হল ঘটনাটি?

সূত্রের খবর, তিনি জাতীয় উদ্যানে কুকুরকে নিয়ে ছোটাছুটি করছিলেন। সেই সময় আচমকাই তাঁর হার্ট অ্যাটাক হয়। সাংবাদিক অ্যান্ড্রিউ এম মার্শাল জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে সিপিআর করা হয়েছিল। কিন্তু রাজকুমারীর অবস্থার উন্নতি হয়নি। তিনি অক্সিজেন মেশিন পরে ছিলেন।

ওই সাংবাদিক টুইট করে লিখেছেন,কিছু সূত্র জানাচ্ছে সিপিআর করা হয়েছিল। কিন্তু কোনও জবাব মেলেনি। তিনি একটি একমো মেশিন পরে ছিলেন। মনে করা হচ্ছে তাঁর মৃত্যু হয়েছে। তবে তাঁকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।

এদিকে বুধবার অনেক রাতে খাও ইয়াই থেকে তিনটি বিরাট সামরিক হেলিকপ্টারকে ব্য়াঙ্ককের দিকে ফিরে আসতে দেখা গিয়েছে। একটি হাসপাতালের হেলিকপ্টারও ছিল। সামরিক হেলিকপ্টার সেটিকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিল। মনে করা হচ্ছে ব্যাঙ্ককে তাঁকে নিয়ে আসা হয়েছে।

ওই সাংবাদিক টুইট করে জানিয়েছেন, সোর্স বলছে রাজকুমারী আবার ফিরে আসবেন কি না সেই সম্ভবনা অত্যন্ত ক্ষীণ। তবে সপ্তাহখানেক ধরে তাঁকে একমো সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে। এক মাসও এভাবে রাখা যায়। এরপরই রাজার তরফে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে তিনি টুইট করে আরও লিখেছেন, এই ঘটনা থাই রাজতন্ত্রে বিরাট ধাক্কা দিল। কারণ তিনি পরবর্তী সিংহাসনে বসবেন বলে ঠিক করা হয়েছিল।  তাঁর ছোট ভাই অটিজমে আক্রান্ত। সেকারণে তিনি রাজত্ব চালাতে পারবেন না। সেকারণেই রাজকুমারীকে পরবর্তী ক্ষমতায় বসানোর সিদ্ধান্ত হয়েছিল। এবার সেটাও অনিশ্চিত হয়ে গেল মনে করছে ওয়াকিবহাল মহল।

 

বন্ধ করুন