ঘুরতে যেতে চাইলে, ভারতীয় পাসপোর্ট থাকলেই হবে বাজিমাত। থাইল্যান্ড সরকার ভারতীয় পর্যটকদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে এবার। এখন আর ভারতীয় পর্যটকদের থাইল্যান্ড যেতে ভিসা লাগবে না। পর্যটন প্রচারের লক্ষ্যে ভারতীয়দের ৬০ দিনের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার।
হঠাৎ এমন সিদ্ধান্ত কেন
থাইল্যান্ডের এই নতুন নীতি সুবিধা পাবেন ভারত সহ আরও ৯৩ দেশের পর্যটকরা। করোনা মহামারীর পর থেকে থাইল্যান্ডের পর্যটন শিল্প অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই, থাইল্যান্ড সারা বিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে। আর এইসিড্ড পদক্ষেপ গুলোর মধ্যেই ভিসার নিয়মে শিথিলতা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়।থাইল্যান্ড সরকারের এই নতুন সিদ্ধান্ত আগামী মাস থেকে কার্যকর করা হবে।
আরও পড়ুন: (Mother killed minor son: ৯ বছরের ছেলের অবাধ্য আচরণে হতাশা, ত্রিপুরায় সন্তানকে খুন করল মা)
আরও পড়ুন: (Mother killed son: পথের কাঁটা সরাতে দেড় বছরের শিশুকে খুন, মা ও প্রেমিককে ফাঁসির সাজা দিল আদালত)
সিদ্ধান্তে কী কী বলা হয়েছে
এই সিদ্ধান্ত কার্যকর হলে, ৯৩টি দেশের যাত্রীরা ৬০ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন। নতুন নিয়ম অনুসারে, ভারতীয় পর্যটকদের প্রতিটি নতুন সফরের জন্য ১৮০ দিন থাইল্যান্ডে থাকার অনুমতি দেওয়া হবে। এর পাশাপাশি শ্রমিক, স্নাতক শিক্ষার্থী এবং অন্যান্য দেশের অবসরপ্রাপ্ত ব্যক্তিদের থাইল্যান্ডে দীর্ঘ সময়ের জন্য থাকার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাইল্যান্ড সরকার নতুন ভিসার নিয়মে অন্য দেশের শ্রমিকদের জন্যও পাঁচ বছর ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: (Char Dham Yatra Death: চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের মৃত্যু ১০০ ছাড়াল, সর্বোচ্চ কেদারনাথে)
থাইল্যান্ড তার সাশ্রয়ী মূল্যের ভ্রমণ পরিষেবা এবং সুন্দর দ্বীপের জন্য বিখ্যাত। এটি দীর্ঘকাল ধরে সারা বিশ্বের মানুষের কাছে একটি প্রিয় পর্যটন গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ জলের সৈকত মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। যার দরুণ, ২০২৩ সালে ২.৪৫ কোটি বিদেশী পর্যটক থাইল্যান্ডে পৌঁছেছিলেন। থাইল্যান্ড সরকারের লক্ষ্য বার্ষিক ২৫ থেকে ৩০ মিলিয়ন পর্যটক আকর্ষণ করা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ফুকেট, চিয়াং মাই, ঐতিহাসিক শহর আয়ুথায়া এবং সুখোথাই প্রধান পর্যটন গন্তব্যগুলির মধ্যে অন্যতম। প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় পর্যটক থাইল্যান্ডে ঘুরতে গিয়ে থাকেন।