বাংলা নিউজ > ঘরে বাইরে > কীসের যেন শব্দ, রান্নাঘরের মধ্যে মহিলা চিতাবাঘ, আঁতকে উঠল পরিবার,তারপর যা হল…

কীসের যেন শব্দ, রান্নাঘরের মধ্যে মহিলা চিতাবাঘ, আঁতকে উঠল পরিবার,তারপর যা হল…

রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছিল চিতাবাঘ। ছবি সংগৃহীত (HT_PRINT)

ওয়াইল্ড লাইফ কনসারভেশন সোসাইটি, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও মহারাষ্ট্র বনদফতর সমীক্ষা চালিয়ে দেখেছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে ওই ন্যাশানাল পার্কের বিশ্বের মধ্যে সবথেকে বেশি চিতাবাঘের ঘনত্ব রয়েছে। সেখানে ১০০ বর্গ কিমি এলাকার মধ্যে ২৬টি করে চিতাবাঘ রয়েছে বলে খবর।

সাজানা নামবিয়ার

মঙ্গলবার ভোরবেলা দৃশ্যটা দেখে আঁতকে উঠেছিলেন পরিবারের লোকজন। মুম্বইয়ের থানের ওই পরিবারের সদস্যরা দেখেন রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছে একটা আস্ত চিতাবাঘ। পরিবারের লোকজন এরপর বাইরে থেকে শেকল তুলে দেন। বনদফতরের চেষ্টায় চিতাবাঘটিতে খাঁচাবন্দি করা হয়েছে। সঞ্জয় গান্ধী ন্যাশানাল পার্ক ও বনদফতরের আধিকারিকরা ওই চিতাবাঘটিতে উদ্ধার করেছে।

বনদফতর সূত্রে খবর, উম্বরখণ্ড গ্রামের খারদি এলাকায় লাহু নিমসের পরিবার ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই সময় একটি চিতাবাঘ চুপি চুপি ওই বাড়িতে গিয়ে ঢোকে। বনদফতরের রেঞ্জ অফিসার লক্ষ্মণ চিখালে জানিয়েছেন, চিতাবাঘটি রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছিল। শব্দ শুনে বাড়ির লোকজন গিয়ে দেখেন রান্নাঘরের মধ্যে চিতাবাঘ।এরপর তারা বাইরে থেকে শেকল তুলে দিয়ে চিৎকার শুরু করে দেন।

এরপর বনদফতরের খবর দেওয়া হয়। বনদফতরের লোকজন দ্রুত ঘটনাস্থলে যান। এরপর ঘুমপাড়ানি গুলি করে ঘণ্টা দুয়েকের চেষ্টা চিতাবাঘটিকে বন্দি করা হয়।

বনদফতরের ধারণা, মনে হচ্ছে ন্যাশানাল পার্ক থেকে কোনওভাবে চিতাবাঘটি বেরিয়ে পড়েছিল। এটি একটি মহিলা চিতাবাঘ। আড়াই বছর মতো বয়স।এদিকে ওয়াইল্ড লাইফ কনসারভেশন সোসাইটি, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও মহারাষ্ট্র বনদফতর সমীক্ষা চালিয়ে দেখেছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়নে ওই ন্যাশানাল পার্কের বিশ্বের মধ্যে সবথেকে বেশি চিতাবাঘের ঘনত্ব রয়েছে। সেখানে ১০০ বর্গ কিমি এলাকার মধ্যে ২৬টি করে চিতাবাঘ রয়েছে বলে খবর। 

বন্ধ করুন