বাংলা নিউজ > ঘরে বাইরে > অনুষ্ঠিত হল জেভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ষষ্ঠ বিজনেস সামিট
ওড়িশার ভূবনেশ্বরে অনুষ্ঠিত হল জ়েভিয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ষষ্ঠ বিজ়নেস সামিট। ১৪ ও ১৫ সেপ্টেম্বর আয়োজিত এই সামিটের থিম ছিল ‘রিডিফাইনিং পসিবিলিটিজ়’। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সংস্থার ভাইস চান্সেলর অ্যান্টনি আর উভারি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিদ্ধার্থ গুপ্তা, শুভঙ্কর পট্টনায়েক, রাজেন মিশ্র, অমিত তালগেরির মতো খ্যতনামা ব্যক্তিত্বরা।
পরবর্তী খবর